শনিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৫

আনন্দ হলের গোপন ছোট দরজা দিয়ে তরুণ-তরুণীরা কোথায় যায়?

চিটাগং ট্রিবিউন ডেস্ক

রাজধানীর ফার্মগেটে অবস্থিত আনন্দ প্রেক্ষাগৃহ। ঢাকায় যে কয়টা প্রেক্ষাগৃহ এখনো ধুঁকে ধুঁকে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রেখেছে, সেগুলোর মধ্যে এটি একটি।

ঢাকার ফার্মগেটের আনন্দ সিনেমা হলের দ্বোতলায় ওঠার সিঁড়ির পাশেই বসা এক ব্যক্তি। সেই ব্যক্তির পেছনেই একটি ছোট দরজা।

এই দরজা দিয়ে ঢুকতে দেখা যাচ্ছে তরুণ-তরুণীদের। এই ছোট গেট দিয়ে কোথায় আয়? এ প্রশ্নের উত্তর কেউ দিতে রাজি নন। না ম্যানেজার না গেট কিপার।

 

তবে এক কর্মী বলছেন, এই দরজা দিয়ে সিনেমা দেখতেই হলে প্রবেশ করেন তারা।

আরো অনেক দরজা থাকতেও কেন এই ছোট দরজা দিয়ে মাথা নিচু করে ঢুকতে হয়, এই প্রশ্নের জবাব দেননি হলের কোনো কর্মী।

তবে খোঁজ নিয়ে জানা যায় এই ছোট গোপন দরজা দিয়ে পাশের ছন্দা সিনেমা হলে যাওয়া যায়। কিন্তু যে সময়ের ঘটনা সে সময় ছন্দা সিনেমা হল বন্ধ ছিল।

মূলত ধুঁকে ধুঁকে চলতে থাকা এই সিনেমা হলে তেমন দর্শক থাকে না।

 

সর্বাধিক পঠিত