
আনোয়ারা প্রতিনিধি :
চট্টগ্রামের আনোয়ারা উপজেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির গঠন ও অনুমোদন নিয়ে “টক অফ দ্যা আনোয়ারা”য় রূপ নিয়েছে। এ্যাডহক কমিটিতে বিতর্কিত সদস্য মনোনীত, তড়িঘড়ি করে কমিটি গঠন ও অনুমোদনের আগেই ওই কমিটি বিভিন্ন সংবাদ মাধ্যমে ইউএনও’র প্রচারনা নিয়ে উপজেলায় আলোচনা সমালোচনার ঝড় উঠেছে। তবে জেলা প্রশাসক জানান এখনো আনোয়ারা উপজেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটি অনুমোদ দেওয়া হয়নি।
উপজেলা সূত্রে জানা যায়, সারা দেশের মতো আনোয়ারা উপজেলায়ও ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটি গঠনের লক্ষে গত ২৪ ডিসেম্বর আগ্রহীদের কাছ থেকে আবেদন ও জীবনবৃত্তান্ত আহ্বান করেন উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার। আবেদনে আহ্বায়ক পদে নির্বাহী অফিসার ও সদস্য সচিব পদে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদাধিকারবলে উল্লেখ করা হলেও সরাসরি ক্রীড়া সম্পৃক্ত ব্যক্তি পদে ২ জন, ক্রীড়ানুরাগী ১ জন, ছাত্র প্রতিনিধি ১ জন ও ক্রীড়া সাংবাদিক পদে ১ জনসহ ৫ জন সদস্য মনোনয়নের কথা উল্লেখ করা হয়। এসব পদে স্থানীয় একাধিক ব্যক্তি আবেদন করেন বলে জানা যায়। গত ৬ জানুয়ারী ক্রীড়া সংস্থার ওই কমিটি গঠন করে জেলা প্রশাসকের কাছে প্রেরণ করেন।
তবে আবেদনকারীদের অভিযোগ গঠিত কমিটি অনুমোদনের আগেই উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার তড়িঘড়ি করে সংবাদ মাধ্যমে প্রকাশ করে দেন। এ্যাডহক কমিটিতে বিধি বর্হিভুত সদস্য মনোনয়ন ও ইউএনও’র পছন্দের লোককে নিশ্চিত করতেই তার এই তড়িঘড়ি বলে জানা যায়।
এ্যাডহক কমিটিতে ছাত্র প্রতিনিধি পদে আবেদনকারী মোফাজ্জল হোসেন জুয়েল বলেন, নিয়মমোতাবেক আমি আবেদন করলেও আমাকে কমিটিতে রাখা হয়নি। ইউএনও”র ঘোষিত কমিটিতে যাকে মনোনীত করা হলো তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে। এছাড়া ক্রীড়া সাংবাদিক পদে ইউএনও যাকে মনোনীত করলেন ওই সাংবাদিক আনোয়ারার বাহিরের, ক্রীড়া সম্পৃক্ত পদে মনোনীত আমিন ফারুক নিষিদ্ধ ছাত্রলীগের একজন কর্মী এবং ক্রীড়া সংশ্লিষ্ট সম্মানিত ব্যক্তি মেজবাহ উদ্দিন চৌধুরী একজন চিহ্নিত রাজাকার কমান্ডারের ছেলে। এসব কিছু নিয়ে উপজেলা বেশ সমালোচনার ঝড় উঠেছে।
এসব বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তারের কাছে জানতে চাইলে তিনি বলেন , কমিটি গঠন করে মাননীয় জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে তবে এখনো অনুমোদন হয়ে আসেনি। অনুমোদনের আগে কিভাবে সংবাদ মাধ্যমে প্রকাশ পেল জানতে চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে বলেন, নীতিমালা জানতে অফিসে আসেন, পড়ে শুনানো হবে। কেমনে প্রকাশ পেয়েছে।
চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, আনোয়ারা উপজেলা ক্রীড়া সংস্থার কমিটি সুপারিশ করে আমার অফিসে পাঠানো হয়েছে তবে এখনো অনুমোদন দেওয়া হয়নি। বিষয়টি বিবেচনায় রয়েছে।