শনিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৫

উদ্ধার হওয়া বনভূমিতে চারা রোপণ করলেন নাপিতখালী বনবিট

ঈদগাঁও প্রতিনিধি
কক্সবাজার উত্তর বন বিভাগের ফুলছড়ি রেঞ্জ এর নাপিতখালী বিটের পশ্চিম গজালিয়া নামক এলাকার জঙ্গল খুটাখালী মৌজার প্রায় ৮০ শতক সংরক্ষিত বনভূমি বিগত ৭ মে জবরদখল প্রতিরোধ করে বনবিভাগ। পরবর্তীতে দখলমুক্ত হওয়া বনভূমিতে।
বুধবার(৮ জুলাই) চলতি বর্ষা মৌসুমে ফুলছড়ি রেঞ্জের ভারপ্রাপ্ত বন কর্মকর্তা জুয়েল চৌধুরীর নেতৃত্বে বিভিন্ন বনজ, ঔষধি ও বিলুপ্তপ্রায় প্রজাতির চারা রোপণ করেন নাপিতখালী বনবিভাগ।
ওইসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাপিতখালী ও ফুলছড়ি বনবিটে কর্মরত এফজি হাসান আলী, শাখাওয়াত ও মোঃহাসান, হেডম্যান শফি আলম, ভিলেজার জসিম মেম্বার, মোক্তার হোসেন, নুরুল হক, কালু, শুক্কুর এবং হেলাল উদ্দিন।

সর্বাধিক পঠিত