শুক্রবার, সেপ্টেম্বর ২৬, ২০২৫

কক্সবাজারে কেন গিয়েছিলেন জানালেন শান্তি রহমান

চিটাগং ট্রিবিউন ডেস্ক
শান্তি রহমান একজন অভিনেত্রী। তবে এই পরিচয়ের চেয়ে টিকটকার কিংবা ডান্সার পরিচয়টাই তার ক্ষেত্রে বেশি প্রযোজ্য। কয়েক দিন ধরে সামাজিক মাধ্যমে শান্তি রহমানের কক্সবাজারে ভ্রমণ ও আইফোন-১৭ কেনার বিষয়ে ট্রল হচ্ছে। এবার শান্তি রহমান নিজেই জানালেন কক্সবাজারে গিয়ে কিভাবে আইফোন-১৭ পেয়েছেন।
এ বিষয়ে একটি ভ্লগ ভিডিও শেয়ার করেছেন আলোচিত এই টিকটকার। ওই ভিডিওতে শান্তি রহমান বলেন, ‘আই ফোন-১৭ লঞ্চিং উপলক্ষে আমি একটা সফরে কক্সবাজারে গিয়েছিলাম। কেননা আমাকে এটা কিনতে হবে, এ জন্যই আমাকে মেয়েদের সঙ্গে ট্যুরে আসতে হয়েছে। আমি অলরেডি একটা নিউজ পেয়ে গিয়েছি যে আমি আইফোন-১৭ কিনতে কক্সবাজারে গিয়েছি।
শান্তি বলেন, ‘আমি কতজন মেয়ের সঙ্গে আইফোন-১৭ কেনার জন্য এসেছি এবং কী বিষয়ে সব বলব।’
এরপর তিনি যে একটি করপোরেট প্রতিষ্ঠানের প্রতিনিধি হয়ে কক্সবাজারে গিয়েছিলেন সে কথা জানান। বলেন, ‘আমি কত গরিব হয়ে গেছি যে কক্সবাজারে মেয়েদের সঙ্গে এসেছি আইফোন-১৭ কিনতে।’
এদিকে শান্তি রহমান অভিনয় দিয়ে সেভাবে আলোচনায় না থাকলেও সামাজিক মাধ্যমে নানা কারণেই আলোচনায় থাকেন।
এদিকে ট্রলকারীরাও সুযোগ পেলে আলোচিত এই টিকটকারকে নিয়ে তির্যক মন্তব্য করতে ভোলেন না।

সর্বাধিক পঠিত