গরু কিনে ফেরার পথে ডাকাতের ছুরিকাঘাতে প্রাণ গেল পারভেজের

নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারের রামু উপজেলায় গরু কিনে বাড়ি ফেরার পথে ডাকাতের ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন সালাহ উদ্দিন পারভেজ (৩০)। মঙ্গলবার রাত ৯টার দিকে জাদিমুড়া এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
জানা গেছে, পারভেজসহ কয়েকজন ব্যক্তি গর্জনিয়া থেকে গরু কিনে নিজ বাড়ি কলঘর এলাকায় ফিরছিলেন। পথিমধ্যে জাদিমুড়া এলাকায় একদল ডাকাত তাদের পথরোধ করে গরু লুট করে নেয় এবং তাদের মারধর করে পালিয়ে যায়।
পরে রাত ১১টার দিকে একটি বাড়িতে লুট হওয়া গরুগুলোর অবস্থান পাওয়া গেলে পারভেজসহ স্থানীয়রা তা উদ্ধারে যান। এ সময় সন্ত্রাসী জাহেদ নামে এক ডাকাত দেশীয় অস্ত্র দিয়ে পারভেজকে ছুরিকাঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন।
আহত পারভেজকে তাৎক্ষণিকভাবে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।
এ ঘটনায় আহত ফোরকান জানান, ডাকাতরা পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে এবং গরু লুটের পাশাপাশি শারীরিকভাবে নির্যাতন করেছে।
পারভেজের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তিনি গর্জনিয়া ইউনিয়নের বাসিন্দা ছিলেন।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং দোষীদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।