শনিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৫

ঘুমধুম সীমান্তে বিজিবির কাছে আত্মসমর্পণ করলেন আরাকান আর্মির সদস্য জীবন তঞ্চঙ্গ্যা

মোহাম্মদ সাইদ্দুজামান 
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের গাছবনিয়া এলাকার বাসিন্দা জীবন তঞ্চঙ্গ্যা বিজিবির কাছে আত্মসমর্পণ করেছেন। তিনি দীর্ঘদিন মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরাকান আর্মি-তে সক্রিয় ছিলেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, সীমান্ত এলাকায় চলমান গোলাগুলি ও উত্তেজনার কারণে জীবন তঞ্চঙ্গ্যা রবিবার গভীর রাতে গোপনে নিজ এলাকায় ফিরে আসেন। পরদিন সকালে বিজিবি সদস্যদের কাছে আত্মসমর্পণ করেন তিনি।
বিজিবির একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, আত্মসমর্পণের সময় তার কাছে কোনো অস্ত্র পাওয়া যায়নি। তবে তার অতীত কর্মকাণ্ড ও সংগঠনের সঙ্গে সম্পৃক্ততা নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে।
উল্লেখ্য, গতকাল থেকে নাইক্ষ্যংছড়ি ও ঘুমধুম সীমান্তে মিয়ানমারের আরাকান আর্মি ও রোহিঙ্গাদের সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ চলছে। এর প্রভাব পড়ছে বাংলাদেশ সীমান্তবর্তী গ্রামগুলোতেও।

সর্বাধিক পঠিত