চকরিয়ায় ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ কৃতিশিক্ষার্থী সংবর্ধনা

রাজু দাশ, চকরিয়া
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কক্সবাজার জেলার চকরিয়া উপজেলা শাখা উদ্যোগে জিপিএ-৫ ও কৃতিশিক্ষার্থী নিয়ে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ আগষ্ট) সকাল ১০ টায় পৌরশহরে আবাসিক মহিলা কলেজের হল রুমে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা সভাপতি ছাত্রনেতা নুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি, কক্সবাজার শহর জামায়াতের আমীর ও চকরিয়া পেকুয়া সংসদীয় আসনের জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক।
বিশেষ অতিথি ছিলেন ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি ও জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক মাওলানা হেদায়েত উল্লাহ, সাবেক জেলা সভাপতি মুসা ইবনে হোসাইন বিপ্লব।
এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন কক্সবাজার জেলা ছাত্রশিবিরের সেক্রেটারী ছাত্রনেতা মীর মুহাম্মদ আবু তালহা। বিশেষ বক্তা ছিলেন ছাত্রশিবিরের সাবেক জেলা সেক্রেটারী আসহাব উদ্দিন আসাদ, চকরিয়া পৌরসভা জামায়াতের আমীর আরিফুল কবির, ছাত্রশিবিরের সাবেক অর্থ সম্পাদক মাওলানা ওমর আলী, বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, খালেকুজ্জামান, সাবেক ছাত্রনেতা রেজাউল করিম, চকরিয়া শহরের সাবেক সভাপতি হেলাল উদ্দিন, সাবেক ছাত্রনেতা হাফেজ মাওলানা এহসানুল হক।