শনিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শহীদ সাইফুল ইসলাম আলিফের গায়েবানা জানাযা অনুষ্ঠিত

চবি প্রতিনিধি – মেহেদী হাসান

গতকাল উগ্রবাদী সংগঠন ইসকনের নির্মম হত্যাকাণ্ডের শিকার শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের গায়েবানা জানাযা আজ (২৭ নভেম্বর) দুপুরে জিরো পয়েন্ট মসজিদ সংলগ্নে অনুষ্ঠিত হয়েছে।

জানাযাপূর্বে সমাবেশে ইসলামী ছাত্র মজলিস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাকিব মাহমুদ রুমী বলেন, “ঢাকা এদেশের রাজনৈতিক কেবলা। এদেশে থাকতে হলে দিল্লির তাবেদারী বাদ দিয়ে ঢাকার নির্দেশনা মেনে চলতে হবে।”

তিনি আরও বলেন, “অখণ্ড ভারত প্রতিষ্ঠার যেকোনো অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। দেশের শাসক ও নীতিনির্ধারকদের দিল্লির বিষয়ে সতর্ক হতে হবে, অন্যথায় দেশকে চরম দুর্ভোগ পোহাতে হবে। শহীদ সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচার করতে ব্যর্থ হলে, জাতি হিসেবে আমরা ব্যর্থ বলে প্রমাণিত হবো।”

উক্ত জানাযায় বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন এবং ইসকনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধের দাবি জানান। জানাযা শেষে শহীদ সাইফুল ইসলামের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ছিলেন একজন সমাজ সচেতন আইনজীবী। তার নৃশংস হত্যাকাণ্ডের মাধ্যমে সমাজে চরম নৈতিক অবক্ষয়ের প্রকাশ ঘটেছে। জানাযায় অংশগ্রহণকারীরা তার হত্যার সুষ্ঠু বিচারের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

সর্বাধিক পঠিত