শনিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৫

জুলাই শহীদ স্মরণে যুবদল-স্বেচ্ছাসেবক দলের প্রীতি ফুটবল ম্যাচ: ৫-১ গোলে স্বেচ্ছাসেবক দলের জয়

নিজস্ব প্রতিবেদক

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে কক্সবাজার শহরের ৮ নং ওয়ার্ড যুবদল ও স্বেচ্ছাসেবক দলের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১২ জুলাই বিকালে কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে এই প্রীতি ম্যাচে ৫-১ গোলে জয়লাভ করেছে স্বেচ্ছাসেবক দল।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর বিএনপি’র আবহায়ক রফিকুল হুদা চৌধুরী।

কক্সবাজার ৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মিজবাহ উদ্দিনের সভাপতিত্বে ও বিএনপি নেতা নাছির উদ্দিন দুখু’র সার্বিক তত্ত¡বধানে অনুষ্ঠিত প্রীত ম্যাচে বিএনপি’র অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সাংবাদিকদের জানান, গেল সরকারের আমলে খেলাধুলা সহ সবকিছুতে বাধা দেওয়া হয়েছে বিএনপি’কে। বঞ্চিত করা হয়েছে রাজনৈতিক দল হিসেবে প্রাপ্য অধিকার থেকে। জুলাই শহীদদের স্মরণে অনুষ্ঠিত এই প্রীতি ম্যাচ শুধুমাত্র একটি ফুটবল নয় এটি দলের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন।

উৎসাহ-উদ্দিপনার মধ্যদিয়ে প্রীতিম্যাচ শেষে বিজয়ীদের পুরস্কৃত করা হয়। উৎসাহ দেওয়া হয় পরাজিতদের। সকলের প্রত্যাশা দলের বন্ধন অটুট রাখতে এই ধরণের ফুটবল ম্যাচ আরো অনুষ্ঠিত হবে।

সর্বাধিক পঠিত