শনিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৫

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে পা বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিনিধি :

বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ৩ নং ঘুমধুম ইউনিয়নের নিকুছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণের ঘটনায় লাকি সিং তঞ্চঙ্গ্যা (২৪) নামের এক নারী গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে।
স্থানীয় সুত্রে জানা গেছে, ৪ আগস্ট সোমবার সকালে সীমান্ত পিলার ৪২ ও ৪৩ এর মাঝামাঝি স্থানে অর্থাৎ তার কাটার বাইরে নিজের চাষকৃত জুমক্ষেতে গিয়েই মাইন বিস্ফোরণের কবলে পড়ে। এতে তার বাম পা শরীর থেকে বিছিন্ন হয়ে যায়। বিস্ফোরণে আহত লাকি সিং ঘুমধুম ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের গাছবনিয়া গ্রামের বাসিন্দা সুমং কারবারির মেয়ে বলে জানা গেছে।
আহত পরবর্তী স্থানীয়রা তাকে উদ্ধার করে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী।

সর্বাধিক পঠিত