
নিহারেন্দু চক্রবর্তী,নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়াঃ
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে দ্রব্যের মান ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে বাজার মনিটরিং করা হয়। ৬ মার্চ বৃহস্পতিবার দুপুরে উপজেলার গোকর্ণ ইউনিয়নের চৈয়ারকুড়ি বাজারের বিভিন্ন দোকান ও বাজার মনিটরিং করে নাসিরনগর উপজেলা প্রশাসন।
জানা গেছে, রমজান মাসে কিছু অসাধু ব্যবসায়ী বিভিন্ন নিত্যপণ্য গ্রাহক পর্যায়ে বেশি দামে বিক্রি করে থাকে। চাল, ডাল, তেল, মাছ, মাংস, ফলমূলসহ অন্যান্য নিত্যপণ্য যেন মানুষ সূলভ মূল্যে এবং ভেজালমুক্ত খাদ্য গ্রহণ করতে পারে এজন্য বাজার পরিদর্শন করে উপজেলা প্রশাসন। এসময় ব্যবসায়ীদের বিভিন্ন বিষয়ে সচেতন করা হয় এবং
পরিদর্শনকালে চটিপাড়া গ্রামের এক মাদকাসক্ত ব্যাক্তি এখলাস মিয়া কে মোবাইল কোর্ট এর মাধ্যমে শাস্তি প্রদান করে গ্রেফতারপূর্বক নাসিরনগর থানায় প্রেরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা নাছরিনের নেতৃত্বে বাজার মনিটরিং ও পরিদর্শনকালে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের নেতা সৈয়দ আবেদ উল্লাহ নিউটন ও নাসিরনগর থানার পুলিশসহ আরও অনেক কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিনা নাছরিন বলেন, রমজানে দ্রব্যমূল্য সহনশীল রাখা, ভেজালমুক্ত পণ্য বিক্রি, শৃঙ্খলার মধ্যে কেনা বেচা করাসহ বিভিন্ন বিষয়ে ক্রেতা বিক্রেতাদের প্রতি আহ্ববান জানানো হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।