
চিটাগং ট্রিবিউন ডেস্ক
জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র ঐক্যবদ্ধ হয়ে রুখতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমানউল্লাহ আমান।
মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে জাতীয় প্রেসক্লাবে সাইফুদ্দিন আহমেদ মনি স্মৃতি সংসদ আয়োজিত স্মরণসভা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনির দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই স্মরণসভার আয়োজন করা হয়।
আমানউল্লাহ আমান বলেন, জাতীয় নির্বাচনের প্রাক্কালে সব গণতন্ত্রকামী শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই সময়ে বিরোধী শিবিরে অনৈক্য দেখা দিলে ‘ফ্যাসিস্ট’ শক্তি তাদের জায়গা পাকা করবে।
তিনি অভিযোগ করে বলেন, ‘কেউ কেউ পিআর পিআর করে নির্বাচন বানচালের চিন্তা করছে। আবার শেখ হাসিনা প্রতিবেশী দেশে বসে তার আমলাদের দিয়ে তার নেতৃত্বে দেশে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছেন। এই স্বাধীনতাবিরোধী শক্তিকে রুখতে হবে।’
বিএনপির এই নেতা আরও বলেন, ‘যারা নির্বাচন রুখতে চায়, তাদের জনগণই রুখে দেবে এবং জনগণই সিদ্ধান্ত নেবে তারা কাকে জাতীয় সরকার হিসেবে দেখতে চায়।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও ডাকসুর সাবেক জিএস খায়রুল কবির খোকন এবং জাতীয়তাবাদী সমমনা জোটের আহ্বায়ক ও এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ। তারা প্রয়াত সাইফুদ্দিন আহমেদ মনির স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।
আমান জোর দিয়ে বলেন, ফ্যাসিস্টদের রুখতে এবং এই ষড়যন্ত্র প্রতিহত করতে বর্তমানে সবার ঐক্যবদ্ধ থাকা অত্যন্ত জরুরি।
বিএনপির এই নেতা আরও বলেন, ‘যারা নির্বাচন রুখতে চায়, তাদের জনগণই রুখে দেবে এবং জনগণই সিদ্ধান্ত নেবে তারা কাকে জাতীয় সরকার হিসেবে দেখতে চায়।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও ডাকসুর সাবেক জিএস খায়রুল কবির খোকন এবং জাতীয়তাবাদী সমমনা জোটের আহ্বায়ক ও এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ। তারা প্রয়াত সাইফুদ্দিন আহমেদ মনির স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।
