শনিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৫

নেশা ও গানবাজনা বন্ধ করতে বলায় মসজিদের ইমামকে মারধর

গাইবান্ধায় ইমামকে মারধরের অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ

গাইবান্ধার সদর উপজেলায় মাদক সেবন ও গানবাজনা করতে নিষেধ করায় মসজিদের ইমামকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্ত ব্যক্তি ইমাম শাহজালালের পথ আটকে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার পাশাপাশি কিলঘুষি মেরে মোবাইল ফোন কেড়ে নিয়ে ছুড়ে ফেলেন।

অভিযুক্তের বিরুদ্ধে নানা অভিযোগ
স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে বানিয়ারজান এলাকায় মাজার বানিয়ে উচ্চস্বরে গানবাজনা করেন। সেখানে সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত মাদকসেবীদের আড্ডা বসে, যা মুসল্লিদের নামাজে বিঘ্ন ঘটায়।

ইমামের বক্তব্য
ভুক্তভোগী ইমাম শাহজালাল বলেন, “গানবাজনা ও মাদক সেবনের প্রতিবাদ করায় আমাকে মারধর করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং মোবাইল ছিনিয়ে নিয়ে ছুড়ে ফেলে। আমি পুলিশ ও প্রশাসনের কাছে এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি।”

ঘটনার প্রতিবাদে বিক্ষোভ
রবিবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় বানিয়ারজান বাজার এলাকায় মুসল্লি ও এলাকাবাসী বিক্ষোভ মিছিল করেন। তারা অভিযুক্ত ব্যক্তিকে দ্রুত গ্রেফতার করে বিচারের দাবি জানান।

পুলিশের বক্তব্য
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম তালুকদার বলেন, “এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

অভিযোগের বিষয়ে অভিযুক্তের কোনো বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয়রা এ ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

 

সর্বাধিক পঠিত