শনিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৫

পতিত আওয়ামীলীগের এমপির ঘনিষ্ঠ এনামুল হক পদুয়া স্কুলের সভাপতি, এলাকাবাসীর ক্ষোভ  

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পদুয়া এ.সি.এম. উচ্চ বিদ্যালয়-এর এডহক কমিটির সভাপতি হিসেবে আওয়ামী লীগের সাবেক এমপি আবু রেজা নদভী ও ইয়াবা কারবারি হিসাবে খ্যাত আরেক সাবেক এমপি আব্দুর রহমান বদির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এনামুল হককে মনোনয়ন দেওয়া হয়েছে।

এই মনোনয়নের বিষয় জানাজানি হওয়ার পর এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। প্রতিবাদকারীরা আওয়ামীলীগ সরকারের আমলে বিভিন্ন এমপি নেতার সাথে থাকা এনামের বিভিন্ন মুহূর্তের ছবি আপলোড করে নিন্দা ও প্রতিবাদ জানান। তারা একজন স্বচ্ছ ভাবমূর্তি ও শিক্ষাবান্ধব ব্যক্তিকে এ দায়িত্ব দেওয়া উচিত ছিল বলে মন্তব্য করেন।

একজন স্বৈরাচারের দোসরকে প্রাচীনতম এই বিদ্যালয়ের পরিচালনা পরিষদে বসিয়ে বিদ্যালয়ের পরিবেশ নষ্ট করা, এবং জুলাই আগষ্টের শহিদদের সাথে বেঈমানীর করার।সমান।

 

তারা শিক্ষাবোর্ড ও কর্তৃপক্ষের কাছে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানান এবং যোগ্য ব্যক্তিকে সভাপতি করার আহ্বান জানান।

উল্লেখ্য সম্প্রতি এই বিদ্যালয়ের সভাপতির মৃত্যুজনিত কারণে শূন্য হওয়া পদে শিক্ষা বোর্ড এনামুল হককে সভাপতি মনোনীত করে।

সর্বাধিক পঠিত