পর্যটকদের সুরক্ষায় হোটেল-রিসোর্ট মালিকদের অর্থায়নে লাইফগার্ড সার্ভিস চালুর উদ্যোগ

চিটাগং ট্রিবিউন ডেস্ক
কক্সবাজারের সমুদ্রসৈকতে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে দীর্ঘদিন ধরে পরিচালিত “Sea Safe Life Guard” প্রকল্পটি সম্প্রতি তহবিল সংকট ও প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার কারণে বন্ধ হয়ে যাচ্ছে। এর ফলে দেশের সবচেয়ে বড় পর্যটন কেন্দ্র কক্সবাজারে ভ্রমণকারীদের নিরাপত্তা নিয়ে নতুন করে শঙ্কা দেখা দিয়েছে।
এই পরিস্থিতিতে পর্যটন মন্ত্রণালয় একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে। মন্ত্রণালয় থেকে কক্সবাজারের হোটেল, মোটেল, গেস্টহাউস ও রিসোর্ট মালিকদের উদ্দেশে আনুষ্ঠানিক চিঠি প্রদান করা হয়েছে, যেখানে বলা হয়েছে—সংশ্লিষ্ট আবাসিক ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে নিজেদের অর্থায়নে সমুদ্রসৈকতে লাইফগার্ড সার্ভিস চালু করতে হবে।
লাইফগার্ডদের বেতন, ভাতা, প্রশিক্ষণ ও অন্যান্য প্রয়োজনীয় খরচ হোটেল-মোটেল ও রিসোর্ট মালিকদের বহন করতে হবে।
ব্যবসায়ীরা চাইলে যৌথভাবে বা সমিতির মাধ্যমে লাইফগার্ড সার্ভিস চালাতে পারবেন।