শনিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৫

পূজার ছুটিতে ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার রুটে বিশেষ ট্রেন চালু

চিটাগং ট্রিবিউন ডেস্ক

পূজার ছুটিতে অতিরিক্ত যাত্রী চাপ সামাল দিতে ঢাকা–চট্টগ্রাম এবং ঢাকা–কক্সবাজার রুটে বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে বাংলাদেশ রেলওয়ে।

৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত এই বিশেষ ট্রেনগুলো চলবে, তবে ২ অক্টোবর কোনো বিশেষ ট্রেন চলাচল করবে না।

দুর্গাপূজা উপলক্ষে সরকারি ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে চার দিনের অবকাশে ঘরমুখো মানুষের চাপ বাড়বে রেলপথে। এ সময়ের জন্য আলাদা ট্রেনের সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

ঢাকা–চট্টগ্রাম রুটে

৩০ সেপ্টেম্বর দুপুর আড়াইটায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসবে “ঢাকা স্পেশাল”, পৌঁছাবে রাত আটটায়।

৪ অক্টোবর রাত সাড়ে দশটায় ঢাকা থেকে ছাড়বে “চট্টগ্রাম স্পেশাল”, পৌঁছাবে পরদিন ভোর সাড়ে চারটায়।

ঢাকা–কক্সবাজার রুটে (ট্যুরিস্ট স্পেশাল)

৩০ সেপ্টেম্বর রাত সাড়ে দশটায় ঢাকা থেকে ছাড়বে, পৌঁছাবে ভোর ছয়টা পঞ্চাশে।

১ অক্টোবর সকাল সাড়ে এগারোটায় কক্সবাজার থেকে ছাড়বে, ঢাকায় পৌঁছাবে রাত আটটায়।

একই দিন রাত সাড়ে দশটায় আবার ঢাকা থেকে ছাড়বে, ২ অক্টোবর ভোরে পৌঁছাবে কক্সবাজার।

৩ অক্টোবর একই সময়সূচিতে উভয় রুটে চলবে।

৪ অক্টোবর কেবল কক্সবাজার থেকে সকাল সাড়ে এগারোটায় ছাড়বে, ঢাকায় পৌঁছাবে রাত আটটায়।

চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ম্যানেজার আবু বক্কর ছিদ্দিক জানিয়েছেন, পূজার ছুটি ও বাড়তি যাত্রী চাপের কথা বিবেচনায় নিয়ে ১৮ কোচবিশিষ্ট এসব বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সর্বাধিক পঠিত