
এস এম জুবাইদ, পেকুয়া
কক্সবাজারের পেকুয়ায় কৃষি প্রণোদনার আওতায় নারিকেল চারা বিতরণ করা হয়েছে।
২৪ জুন সকালে পেকুয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক এ চারা বিতরণ করা হয়। এসময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো: ইছা এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন, পেকুয়া প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও পাক্ষিক পেকুয়ার সম্পাদক মোহাম্মদ ছফওয়ানুল করিম। উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ সহকারী কর্মকর্তা সবুজ ধরসহ উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ।