সোমবার, সেপ্টেম্বর ২৯, ২০২৫

পেকুয়ায় আগুনে পুড়ে নিঃস্ব ৭ পরিবার

পেকুয়া প্রতিনিধি
কক্সবাজারের পেকুয়ায় আগুনে চারটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়েছে ৭টি পরিবার। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মগনামা ইউপির পশ্চিমকূল এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে এবং বৈদ্যুতিক তারেও আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ৭টি পরিবারের ৪টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে মগনামা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বদিউল আলম বলেন, শুক্রবার দুপুর দেড় টার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ৪ টি বাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। বসতবাড়ী গুলো স্থানীয় আবদুল মজিদসহ তাঁর অপর তিন ভাইয়ের।তবে কেউ হতাহত হয়নি।

সর্বাধিক পঠিত