
মশি উদ দৌলা রুবেল, ফেনী
ফেনীর ফুলগাজী ও পরশুরামের মুহুরী নদীর বিপদ সীমার উপরে প্রবাহিত হচ্ছে সকলকে সর্তক থাকর আহবান জানানো হচ্ছে ফেনী জেলা প্রশাসন এর পক্ষ থেকে।এছাড়াও আতঙ্কিত না হয়ে সকলকে সর্তক থেকে দূর্যোগ মোকাবিলা করতে হবে জেলা ও উপজেলা প্রসাশন এর পক্ষ থেকে দূর্যোগ মোকাবিলা করতে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।এখন পর্যন্ত ফেনীর পরশুরামের মুহুরী নদীর বিপদ সীমা ১২.৫ মিটার।২৪ এর ভয়াবহ বন্যায় সর্বচ্চো রেকর্ড ছিল ১৪.১৯ মিটার।আজ পানি দ্রুত বাড়ছে।ফেনীর পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে সকাল ৯.০০ টায় ছিল ৮.৯৫ মিটার,দুপুর ১২.০০ টায় ১০.৩৯ মিটার,দুপুর ১.০০ টায় ১০.৯৩ মিটার সবশেষ দুপুর ২.০০টায় ১১.১৭ মিটার।পাঁচ ঘন্টায় প্রায় ২.২২ সেন্টিমিটার পানির উচ্চতা বেড়েছে।পানি আরো দ্রুত গতিতে বাড়ছে।সবাই আতঙ্কিত না হয়ে সতর্ক হোন এবং আগাম প্রস্তুতি নিন।