
নোয়াখালী প্রতিনিধি
বাবামায়ের সঠিক যত্নে শিক্ষার্থীরা আগামী দিনে মানব সম্পদে পরিণত হবে বলেছেন
সামিয়া গ্রুপের চেয়ারম্যান এস.এম সাহাব উদ্দিন, তিনি আজ বেগমগঞ্জে সম্পূর্ন অরাজনৈতিক ও সামাজিক সংগঠন নিরাপদ বন্ধু সংঘের আয়োজনে মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে এ কথা বলেন।
অভিভাবকদের উদ্দেশ্যে তিনি আরো বলেন শিশু বয়সেই ছাত্রছাত্রীদের সঠিক লাইন গাইড ঠিক করে আগামীতে সমাজ ও দেশ উন্নয়নে ছাত্রছাত্রীদের ভূমিকা রাখার জন্য তাদেরকে তৈরি করে বিশ্ব বিপ্লবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।
তাদের অদম্য মেধা ও মননে আধুনিক বিশ্বে সাথে তাল রেখে বাস্তব শিক্ষা অর্জন করার উদ্বুদ্ধ করাতে হবে।
শনিবার বিকেলে বেগমগঞ্জ সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় হল রুমে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষা পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানে
বেগমগঞ্জ উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মজিবুর রহমানের সভাপতিত্বে,
হেদায়েত উল্লা জিয়ার পরিচালনায়, রতন মিশ্রের সার্বিক সহযোগিতায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
পরীক্ষা নিয়ন্ত্রণক শাহ আলম, বেগমগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ইসমাইল হোসেন।
উক্ত বৃত্তি পরিক্ষায় ৩১ টি বিদ্যালয়ের মোট ৪৪৭ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করেছিলেন।
তার মধ্যে ৭৭ জন উক্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়। এর মধ্যে টেলেল্ট ফুলে ৩০ জন, সাধারণ গ্রেডে ৪৭ জনকে পুরষ্কার এবং সাটিফিকেট প্রদান করা হয়।
এছাড়াও উপস্থিত ছিলেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা, রাজনৈতিক, সামাজিক ব্যাক্তিবর্গ ও অভিভাবক বৃন্ত এবং উক্ত সংগঠনের সদস্য বৃন্ত।
এসময় স্বাগত বক্তব্য রাখেন, নিরাপদ বন্ধু সংঘের সভাপতি মোঃ পারভেজ, আরো বক্তব্য রাখেন পরীক্ষা নিয়ন্ত্রণক অরুন চন্দ্র দে প্রমুখ
