সোমবার, ডিসেম্বর ১, ২০২৫

বিএনপি নাকি জামায়াত- কোন দিকে যাবে এনসিপি?

চিটাগং ট্রিবিউন ডেস্ক
বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা না হলেও এরই মধ্যে জোটকেন্দ্রিক ভোট নিয়ে নানা আলোচনা চলছে দেশের রাজনীতিতে।
এ নিয়ে দলদুটির সঙ্গে এনসিপির অনানুষ্ঠানিক আলোচনাও চলছে বলে জানা গেছে। শেষ পর্যন্ত বিএনপি নাকি জামায়াত- কোন দলের সঙ্গে যাবে এনসিপি, সেই আলোচনাও চলছে দলের মধ্যে।
এনসিপির শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, বিএনপি ও জামায়াত দুইটি জোটের সঙ্গে নির্বাচনী জোট বা সমঝোতায় যাওয়ার ক্ষেত্রে লাভ-ক্ষতির হিসাব কষছে দলটি।
দলের মধ্যে একটি পক্ষের মত হচ্ছে, জামায়াতের সঙ্গে সরাসরি জোট না করে নির্বাচনী সমঝোতায় যাওয়া। অপর আরেকটি পক্ষের আগ্রহ রয়েছে বিএনপির সঙ্গে একই কায়দায় নির্বাচনী আসন ভাগাভাগি বা জোটের যাওয়ার।
এ নিয়ে দুইটি দলের সঙ্গেই অনানুষ্ঠানিক আলোচনাও চলছে বলে জানা গেছে। তবে দলটির কোনও কোনও নেতার মত হচ্ছে- বিএনপি বা জামায়াত কোনও জোটে না গিয়ে একক কিংবা এনসিপির নেতৃত্বে আলাদা জোট করে আগামী নির্বাচনে অংশ নেওয়া।
এনসিপির একটি সূত্র বলছে, যদি শেষ পর্যন্ত পিআর পদ্ধতিতে জাতীয় সংসদের উচ্চ গঠনের ব্যাপারে ঐকমত্য তৈরি হয় তাহলে কোনও জোট ছাড়াই এককভাবে নির্বাচনে অংশ নিতে পারে এনসিপি।
এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বিবিসি বাংলাকে বলেছেন, আমরা কারো সঙ্গে জোটে যাচ্ছি নাকি বা এককভাবে নির্বাচন করবো সেই সিদ্ধান্ত নেওয়ার সময় এখনো হয়নি। আমরা পরিস্থিতি বিবেচনা করছি।
এনসিপি গঠনের পর থেকেই এনসিপির সঙ্গে জামায়াতে ইসলামীর এক ধরনের সখ্যতা দেখা গিয়েছিল। এর বিপরীতে বিএনপির সঙ্গে এক ধরনের বৈরী সম্পর্কও দেখা গেছে।
কিন্তু সম্প্রতি জুলাই সনদ স্বাক্ষর ঘিরে জামায়াতের সঙ্গে এক ধরনের টানাপোড়েনও তৈরি হয়েছে এনসিপির। যা স্পষ্ট হয়ে গত রোববার এনসিপির শীর্ষ নেতা নাহিদ ইসলামের ফেসবুক পোস্টের মাধ্যমে।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক দল হিসেবে এনসিপি যদি তাদের জনপ্রিয়তা যাচাই করতে চায় তাহলে দলটির উচিত এককভাবে নির্বাচনে অংশ নেওয়া।
রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমদ বিবিসি বাংলাকে বলেছেন, এখন এনসিপি যদি রাজনৈতিক দল হিসেবে দাঁড়াতে চায় তাদের কৌশল হওয়া উচিত এককভাবে নির্বাচন করা। তবে চাইলে তারা দুয়েক জায়গায় আসন সমঝোতাও করতে পারে।
বিএনপির সঙ্গে জোটে যাবে এনসিপি?
রাষ্ট্র সংস্কার, জুলাই সনদ কিংবা রাজনৈতিক নানা ইস্যুতে গত কয়েক মাস ধরেই বিএনপির সঙ্গে এনসিপির এক ধরনের টানাপোড়েন দেখা গেছে রাজনীতির মাঠে।
এ নিয়ে প্রকাশ্যে সভা সমাবেশে এনসিপি নেতাদেরও অনেককে বিএনপির সমালোচনাও করতে দেখা গেছে। অন্যদিকে বিএনপি নেতাদেরও অনেককে এনসিপির সমালোচনা করতে দেখা গেছে নানা ইস্যুতে।
বিশেষ করে সংস্কার ইস্যুতে বিএনপি ও এনসিপির মতপার্থক্য দল দুটির মধ্যে সম্পর্কের টানাপোড়েন আরো বাড়তে থাকে।

সর্বাধিক পঠিত