বোয়ালখালীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে উপজেলা প্রশাসনের সহায়তা

বোয়ালখালী প্রতিনিধি
বোয়ালখালী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মজুমাল তালুকদার বাড়ি এলাকায় সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তিনটি পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন।
গত শনিবার (২ আগস্ট) সন্ধ্যায় রান্নার সময় একটি ঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পাশাপাশি থাকা আরও দুটি বসতঘরে। এতে তিনটি ঘর সম্পূর্ণভাবে পুড়ে যায়।
সোমবার (৪ আগস্ট) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রহমত উল্লাহ। এসময় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন তিনি।
পরিদর্শন শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি পরিবারকে ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ২ লিটার সয়াবিন তেল, বিভিন্ন ধরনের মসলা, বিস্কিট, নুডলস, ২টি কম্বল ও নগদ ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়।