
ওয়াজেদুল হক, মহেশখালী
কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটা চরপাড়া এলাকায় যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশীয় চোলাই মদ উদ্ধার ও ধ্বংস করা হয়েছে।
রবিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নৌ কন্টিনজেন্টের লে. কমান্ডার রাকিবুল হাসান (ই), বিএন এর নেতৃত্বে নৌবাহিনী ও মহেশখালী থানা পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। প্রায় দুই ঘণ্টাব্যাপী অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যায়।
পরে ঘটনাস্থলে একটি গোপন কারখানা থেকে আনুমানিক ৭০০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয় সব মদ আগুন দিয়ে ধ্বংস করে দেওয়া হয়।
স্থানীয় সূত্র জানায়, আজু নামে এক ব্যক্তির নেতৃত্বে কারখানাটি পরিচালিত হচ্ছিল। আসন্ন সনাতন ধর্মাবলম্বীদের পূজা উৎসবকে সামনে রেখে এসব চোলাই মদ বিপুল পরিমাণে উৎপাদন ও মজুদ করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।