শনিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৫

মুক্তিপণে ছাড়া পেলেন ঈদগাঁও-ঈদগড় সড়কে অপহৃত দুই যুবক

 ঈদগাঁও প্রতিনিধি:
ঈদগাঁও-ঈদগড় সড়কের হিমছড়ি ঢালা থেকে অপহৃত দুই মোটরসাইকেল আরোহীকে মুক্তিপণের বিনিময়ে ছেড়ে দিয়েছে অপহরণকারীরা। সোমবার রাতে তাদের ছেড়ে দেওয়া হয়। অপহৃতরা হলেন হেলাল উদ্দিন (২৫) পিতা হোসেন আহমদ ও মোক্তার আহমদ (৩০) পিতা আব্দু শুক্কুর। দুজনই রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের ৩ ও ৪ নং ওয়ার্ডের বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করে ভুক্তভোগীরা জানান, মুক্তিপণের টাকা আদায়ের জন্য আমাদের অনেক মারধর ও নির্যাতন করা হয়। পরে ৭০ হাজার টাকা মুক্তিপণ দিলে আমাদের ছেড়ে দেয় অপহরণকারীরা।
স্থানীয়রা জানান, এ বছর ৮-১০ টি অপহরণ ও অগণিত ডাকাতির কবলে পড়ে স্থানীয়রা। বারবার অপহরণ ও ডাকাতির ঘটনায় উক্ত সড়কে চলাচল করা টমটম-সিএনজি ড্রাইভার ও স্থানীয় প্রশাসনের উদাসীনতাই দায়ী।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদা ইয়াসমিন মুক্তিপণের মাধ্যমে অপহৃত দুই যুবক ছাড়া পেয়েছে বলে নিশ্চিত করেন। তবে অপহরণ ঘটনার বিস্তারিত জানাতে অপরাগতা প্রকাশ করেন।
উল্লেখ্য, সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ৯টা ৩০ মিনিটে হিমছড়ি ঢালায় প্রকাশ্য দিবালোকে দুই মোটরসাইকেল আরোহীকে অপহরণ করে অস্ত্রধারী ডাকাতদল। এরপর থানা পুলিশ প্রশাসন বিভিন্ন স্থানে অভিযান চালিয়েও তাদের উদ্ধার করতে পারেনি।

সর্বাধিক পঠিত