শনিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৫

ম্যানইউকে হারিয়ে ইউরোপার চ্যাম্পিয়ন টটেনহ্যাম

রাজিন সালেহ
প্রিমিয়ার লিগে একেবারে ব্যাকফুটে থাকা টটেনহ্যাম হটস্পার ও ম্যানচেস্টার ইউনাইটেড—দুই দলই পুরো মৌসুমজুড়ে হতাশ করেছে সমর্থকদের। লিগ টেবিলে একেবারে পিঠাপিঠি অবস্থানে থেকে (ম্যানইউ ১৬, স্পার্স ১৭), শেষ মুহূর্তে ইউরোপা লিগের মাধ্যমে ভাগ্য বদলের সুযোগ পেয়েছিল তারা।
সেই লড়াইয়ে বুধবার রাতে স্পেনের সাম মেমেস স্টেডিয়ামে টটেনহ্যাম ১-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডকে। ম্যাচের ৪২তম মিনিটে ব্রেনান জনসনের একমাত্র শটেই গোল আসে, যা শেষ পর্যন্ত শিরোপা জয় নিশ্চিত করে স্পার্সদের জন্য। পুরো ম্যাচে স্পার্সরা রক্ষণাত্মক খেললেও, ঐ একটি মুহূর্তেই বাজিমাত করে তারা।
অন্যদিকে, ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচে ৭৭ শতাংশ বল দখলে রেখেও এবং ১৬টি আক্রমণ করেও গোলের দেখা পায়নি। এই পরাজয়ে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেওয়ার স্বপ্নভঙ্গ হয়েছে রেড ডেভিলসদের। এতে বড় ধাক্কা খেল তাদের আগামী মৌসুমের পরিকল্পনা। কোচ রুবেন আমোরিম এবং বোর্ডের পরিকল্পনা ছিল, চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত হলে বড় অঙ্কের বিনিয়োগ করে নতুন দল গড়া হবে। সেই সম্ভাবনা এখন ধূলিসাৎ।
বলা যায়, পুরো মৌসুমে ব্যর্থ হলেও বড় শিরোপা এবং চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নিয়ে অবিশ্বাস্য এক সফলতার গল্প লিখেছে টটেনহ্যাম।

সর্বাধিক পঠিত