শনিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৫

রাঙামাটিতে শ্রমিক কল্যাণ ফেডারেশন দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মো:কামরুল ইসলাম ফয়সাল, রাঙামাটি 

রাঙামাটিতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাঙামাটি জেলার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে রাঙামাটি চেম্বার অব কমার্স এর সম্মেলন কক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন রাঙামাটি জেলা শাখার উদ্যোগে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের রাঙামাটি জেলা শাখার সভাপতি এ বি এম তোফায়েল আহমেদ।
এতে প্রধান অতিথি উপস্থিত ছিলেন- বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাঙামাটি জেলা শাখার প্রধান উপদেষ্টা ও রাঙামাটি জেলা আমীর অধ্যাপক মুহাম্মদ আব্দুল আলীম। সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সংসদের সহ-সাধারন সম্পাদক মোহাম্মদ আব্দুস সালাম , সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসহাক, রাঙামাটি আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড.মোখতার আহমেদ,রাঙামাটি শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা মোহাম্মদ মনছুরুল হক,আব্দুস সালাম প্রমুখ।

সর্বাধিক পঠিত