
কামরুল ইসলাম ফয়সাল, রাঙামাটি
রাঙামাটির সদর উপজেলার মগবান ইউনিয়নের রইন্ন্যাছড়ি এলাকায় কাপ্তাই লেক থেকে অবৈধভাবে উত্তোলন করা বালু মজুদের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুলাই ২০২৫) দুপুর ২টা ৪০ মিনিটে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন রাঙামাটি সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জনাব রুবাইয়া বিনতে কাশেম। কাপ্তাই লেকের বিভিন্ন স্থান থেকে বালু উত্তোলন করে তা মজুদ ও বিপণনের প্রস্তুতির প্রমাণ পাওয়ায় মোবাইল কোর্টের মাধ্যমে ফাহিম উদ্দিন (২৫) নামের এক ব্যক্তিকে ২০১০ সালের বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি তাৎক্ষণিকভাবে অর্থদণ্ড পরিশোধ করেন।
অভিযানকালে উপস্থিত ছিলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, মগবান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং বড়াদম মৌজার কারবারি।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কাপ্তাই লেকে পরিবেশবিধ্বংসী ও অনিয়ন্ত্রিতভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।