
রাঙ্গুনিয়া প্রতিনিধি- জাকেরুল ইসলাম
রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের ৩নং ওয়ার্ড়ের হিলাগাজী পাড়া এলাকায় অসহায় পরিবারের বাড়িতে আসা যাওয়ার পথ দুই দিক হতে বন্ধ করে দেওয়ার অভিযোগ করেন ভুক্তভোগীর পরিবার।
সরে জমিনে ঘুরে দেখা যায় পোমরা ইউনিয়নের মনাপাড়া এলাকার স্থানীয় বাসিন্দা জাকির হোসেন ও বদিউর আলম, দুই অসহায় পরিবারের আসা যাওয়ার পথ বাঁশ দিয়ে বন্ধ করে দেওয়ার হইছে।
ভুক্তভোগী পরিবারের সদস্য মোহাম্মদ জাকির হোসেন অভিযোগ করে বলেন,”আমরা বহুবছর ধরে এই রস্তাটি দিয়ে চলাচল করে আসচ্ছি, কিন্তু রাস্তাটি ঝরাঝিন্ন হওয়ায় রাস্তা সংস্কারের লক্ষ্যে চলাচলের পথে মাটি দিলে অভিযুক্ত পরিবারের সদস্যরা আমাদেরকে বিভিন্ন রকমের হুমকি দামকি দিয়ে চলাচলের পথবন্ধ করে আমাদেরকে গৃহবন্ধি অবস্থায় রাখে। আমরা ঘর হতে বের হতে পারছি না, জরুরি কোন কাজে পার্শবতী পরিবারের বসতভিটা দিয়ে চলাচল করে জরুরি কাজ সারাচ্ছি। দেশবাসী ও প্রশাসনের কাছে আমাদের একটাই আবেদন আমাদের চলাচলের রাস্তাটি যেন অবৈধ দখলদারা অবৈধভাবে দখল করে নিতে না পারে, সঠিক বিচারের মাধ্যমে আমাদের রাস্তাটি যেন আমরা ফিরে পাই।”
চলাচলের রাস্তাবন্ধ করে দেওয়ার বিষয়ে জানতে চাইলে অভিযোক্ত পরিবারের সদস্য রুহুল আমিন পাখি বলেন, “আমরা আমাদের জায়গাটি রক্ষণাবেক্ষণের জন্য ঘেরাবেড়া দিচ্ছি। কারো চলাচলের পথ বন্ধ করিনি, এতো বছর খালি ছিল এরা চলাচল করছে, আমরা বাঁধা দিইনি, আমাদের জায়গা প্রয়োজন তাই আমরা ঘেরাবেড়া দিচ্ছি, এতে আমাদের পার্শবতী একটি পরিবার গায়ে পড়ে ঝগড়া বিবাদ করতেছে, যাতে আমাদের জায়গাটি তারা দখল করে নিতে পারে মতো।”
স্থানীয় ইউপি সদস্য আব্দুস সবুরের কাছে জানতে চাইলে তিনি মুঠো ফোনে বলেন,”ঘটনার বিষয়ে আমাকে দু’পক্ষই মৌখিক অভিযোগ দেয়, তাঁদের অভিযোগ শুণে ঘটনাস্থলে গিয়ে আমি উভয় পক্ষকে শান্ত থাকার নির্দেশ দিলে,পরবর্তীতে তারা রাঙ্গুনিয়া থানায় চলে যায়।”