শনিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৫

রামুতে নেশার টাকার জন্য ভাতিজিকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজারের রামু উপজেলায় মর্মান্তিক এক ঘটনায় তিন বছরের শিশু ফাতেমাকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে তারই আপন চাচা। গতকাল বুধবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ঈদগড় ইউনিয়নের উত্তর শরীফপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আসামি নুরুল হাকিম (২৫) তার ভাবির কাছে গাঁজা সেবনের জন্য টাকা দাবি করেন। টাকা না পেয়ে ক্ষুব্ধ হয়ে তিনি নিজের ভাতিজি ফাতেমার (৩) মাথার তালুতে দা দিয়ে কোপ দেন। এতে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়।
নিহত ফাতেমা উত্তর শরীফপাড়ার নুরুল আজিমের মেয়ে। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুলিশ জানিয়েছে, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত নুরুল হাকিমকে আটকের চেষ্টা চলছে।
এ বিষয়ে রামু থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ফরিদ বলেন, “ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। হত্যাকারীকে গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে।”

সর্বাধিক পঠিত