শুক্রবার, সেপ্টেম্বর ২৬, ২০২৫

রেলক্রসিং দুর্ঘটনায় রামুর উষা বড়ুয়ার করুণ মৃত্যু

ডেস্ক রিপোর্ট
ঢাকায় এক মর্মান্তিক রেল দুর্ঘটনায় কক্সবাজারের রামু উপজেলার বাসিন্দা উষা বড়ুয়া (২৮) নিহত হয়েছেন। মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে মগবাজার রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।
জানা যায়, উষা বড়ুয়া তার ছোট বোনকে নিয়ে রামপুরার বাসায় যাচ্ছিলেন। পথে রেললাইন পার হতে গিয়ে অসাবধানতাবশত এই দুর্ঘটনার শিকার হন। তার মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
নিহত উষা বড়ুয়া ঢাকায় একটি প্রতিষ্ঠানে চাকরিরত ছিলেন। তিনি রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের মেরংলোয়া গ্রামের বাসিন্দা রতন বড়ুয়ার ময়ে।

সর্বাধিক পঠিত