শরতের আবেশে চবি আবৃত্তি মঞ্চের আয়োজন “শরৎ সন্ধ্যা ও সপ্তবিংশ আবর্তন

চবি প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি মঞ্চের আয়োজনে বৃহস্পতিবার (২১ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির জয়নুল আর্ট গ্যালারি মিলনায়তনে অনুষ্ঠিত হলো “শরৎ সন্ধ্যা ও সপ্তবিংশ আবর্তন”।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সভাপতি ড. মোহাম্মদ আনোয়ার সাঈদ। বিশেষ অতিথি ছিলেন সম্মিলিত আবৃত্তি জোটের সভাপতি ফারুক তাহের ও চবি আবৃত্তি মঞ্চের উপদেষ্টা জেবুন নাহার শারমিন। সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ও আবৃত্তি মঞ্চের প্রধান উপদেষ্টা ড. মাছুম আহমেদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন চবি আবৃত্তি মঞ্চের সাধারণ সম্পাদক মনিষা তঞ্চঙ্গ্যা ও শুভেচ্ছা বক্তব্য দেন সাংগঠনিক সম্পাদক সাজেদা ইসফাত রহমান সামান্তা।
অনুষ্ঠানে বক্তারা বলেন– শরতের শুভ্র আলোয়, আবেগ ও অনুভূতির স্পর্শে ভেসে যাননি এমন কবি, সাহিত্যিক খুঁজে পাওয়া ভার। সাদা কাশবন, শিউলির গন্ধ আর স্নিগ্ধ জ্যোৎস্নার সৌন্দর্য কবি হৃদয়কে এক অনির্বচনীয় প্রশান্তি ও প্রেমময় আবেশে ভরিয়ে তোলে। তখন প্রতিটি ভোর, প্রতিটি গোধূলি যেন হয়ে ওঠে কবিতার উপকরণ, গানের সুর, উপন্যাসের অনুপ্রেরণা। তাইতো সেই কবে শরতকে বন্দনা করতে কবিগুরু গুনগুনিয়ে উঠেছিলেন—’আজি কি তোমার মধুর মূরতি হেরিনু শারদ প্রভাতে! হে মাত বঙ্গ, শ্যামল অঙ্গ ঝলিছে অমল শোভাতে’।
এ সময় বক্তারা আরও বলেন কবিতা যেমন সৌন্দর্য ছড়ায়, তেমনি প্রতিবাদেরও হাতিয়ার। কণ্ঠে যদি থাকে শুদ্ধ উচ্চারণ, মননে যদি থাকে সংস্কৃতির স্পর্শ—তবে কবিতার শক্তি হয়ে ওঠে দুর্বার। আমরা বিশ্বাস করি, বাংলা ভাষা হোক শুদ্ধ, উচ্চারণ হোক স্বতঃস্ফূর্ত—এই চেতনা আবৃত্তিতে প্রাণ জোগাবে, কণ্ঠস্বর হবে আরও বলিষ্ঠ।
অনুষ্ঠানের মূল পর্বে আমন্ত্রিত শিল্পীদের মধ্যে আবৃত্তি পরিবেশন করেন ফারুক তাহের, মুজাহিদুল ইসলাম, জেবুন নাহার শারমিন ও অদ্রি দে। আবৃত্তি মঞ্চের নবাগত সদস্য নাজনীন, ফাতেমা, সিঁথি, আফনান,আজাদ, হুসাইন ও শাহারুল বৃন্দ আবৃত্তি পরিবেশন করেন। পাশাপাশি চবি আবৃত্তি মঞ্চের শিল্পীবৃন্দ শরৎ ঋতুকে নিবেদন করে একক, দ্বৈত ও বৃন্দ আবৃত্তি পরিবেশন করেন মনিষা, সামান্তা, সুসান্না, শিপ্রা, অরুণ,জান্নাত, সাব্বির, ইব্রাহিম। অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন মিথিলা মল্লিক।
আবৃত্তি মঞ্চের সভাপতি তাসলিম হাসানের সমাপনী বক্তব্যের মাধ্যমে সফল এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।