সোমবার, ডিসেম্বর ১, ২০২৫

“সবই তার মায়ের অবদান” : ‘নতুন কুঁড়ি ২০২৫’-এ সাড়া ফেলেছে কক্সবাজারের অমিয় চক্রবর্তী গোপাল

রাজিন সালেহ
বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় শিশু-কিশোর প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি ২০২৫’-এর সেরা দশে জায়গা করে নিয়েছে কক্সবাজারের অমিয় চক্রবর্তী গোপাল। মেধা ও সুরের মূর্ছনায় ইতিমধ্যেই সে দর্শক ও বিচারকদের মন জয় করেছে।
জন্মসূত্রে কুতুবদিয়া উপজেলার সন্তান গোপাল বর্তমানে বেড়ে উঠছে তার মায়ের কর্মস্থল মহেশখালীতে। তার মা দোলনচাঁপা ভট্টাচার্য স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ও পরিচিত সংগীতশিল্পী। মায়ের হাত ধরেই গোপালের সঙ্গীতজীবনের শুরু। ছোটবেলা থেকেই বাদ্যযন্ত্রের প্রতি ভালোবাসা আর গানের অনুরাগে বড় হয়ে ওঠে সে।
গোপালের মা দোলনচাঁপা ভট্টাচার্য মহেশখালীর সংগীত অঙ্গনে সুপরিচিত নাম—উদীচীসহ নানা সাংস্কৃতিক সংগঠনে তিনি একজন গ্রহণযোগ্য ব্যক্তিত্ব। একজন শিক্ষিকা ও সংগীতশিল্পী হিসেবে তিনি যেমন সমাদৃত, তেমনি গোপালের সঙ্গীতপথের প্রধান অনুপ্রেরণাও তিনিই।
গোপালের বাবা সুরজিত চক্রবর্তী, কুতুবদিয়ার এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। তিনি চিটাগং ট্রিবিউনকে বলেন,
“সবই তার মায়ের অবদান। তার উৎসাহ আর পরিশ্রমেই গোপাল আজকের অবস্থানে। সবাই আমাদের জন্য আশীর্বাদ করবেন।”
অমিয় চক্রবর্তী গোপাল এ বছরের ‘নতুন কুঁড়ি’-এর বিভাগীয় পর্যায়ে গানের তিনটি শাখায়—দেশাত্মবোধক, নজরুলসংগীত ও লোকগীতিতে—বিজয়ী হয়ে জাতীয় পর্যায়ে জায়গা করে নেয়। জাতীয় পর্বেও সে দারুণ পারফর্ম করেছে; দেশাত্মবোধক গান ও নজরুলসংগীত—উভয় বিভাগেই রয়েছে সেরা পাঁচে।
চূড়ান্ত বাছাই পর্ব শেষ হয়েছে গত মঙ্গলবার। এবার প্রতিটি বিষয়ে সর্বোচ্চ নম্বর পাওয়া ১০ জন করে প্রতিযোগী লড়ছেন সেরা দশের পর্বে। একই নম্বর পাওয়া একাধিক প্রতিযোগীও এই রাউন্ডে অংশ নিচ্ছেন।
২৪ অক্টোবর থেকে শুরু হওয়া এ পর্ব চলবে ২৯ অক্টোবর পর্যন্ত। বিচারকদের মতে, এবারের প্রতিযোগীরাও আগের মতোই অনবদ্য পারফরম্যান্সে মুগ্ধ করছে সবাইকে। তাঁদের মধ্য থেকেই উঠে আসবে আগামী দিনের সংগীত তারকারা।

সর্বাধিক পঠিত