রবিবার, সেপ্টেম্বর ২৮, ২০২৫

সমগ্র কক্সবাজার বিদ্যুৎ থাকবেনা শুক্রবার!

চিটাগং ট্রিবিউন ডেস্ক

কক্সবাজার জেলায় গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (PGCB) কর্তৃক জাতীয় গ্রিডের ১৩২ কেভি লাইনে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

আগামী শুক্রবার (১ আগস্ট ২০২৫) ভোর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উখিয়া উপজেলাসহ পুরো কক্সবাজার জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (PGCB) কর্তৃক জাতীয় গ্রিডের ১৩২ কেভি লাইনে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে এই শাটডাউন কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

পল্লী বিদ্যুৎ সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হলেও গ্রাহক প্রান্তে (লোড সাইডে) বিদ্যুৎ স্বাভাবিক হতে দুপুর ২টা পর্যন্ত সময় লাগতে পারে।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতির উখিয়া জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মোঃ কায়জার নুর বলেন, PGCB কর্তৃপক্ষ ১৩২ কেভি জাতীয় গ্রিড লাইনে গুরুত্বপূর্ণ রক্ষণাবেক্ষণ কাজ করবে। এ কারণে সিডিউল অনুযায়ী ১ আগস্ট ভোর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কক্সবাজার জেলার সব উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। তবে লোড সাইডে কিছুটা সময় বাড়তে পারে। গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।

তিনি আরও বলেন, উখিয়াসহ সংশ্লিষ্ট এলাকার সকল গ্রাহককে বিদ্যুৎ সরবরাহ বন্ধকালীন সময় প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করার জন্য অনুরোধ জানানো হচ্ছে।

সর্বাধিক পঠিত