রবিবার, সেপ্টেম্বর ২৮, ২০২৫

সাড়ে তিন লক্ষ টাকা মূল্যের ভারতীয় সিগারেট জব্দ করেছে বাঘাইহাট সেনা জোন

এম মহাসিন মিয়া (খাগড়াছড়ি)

খাগড়াছড়ি রিজিয়নের বাঘাইছড়ি সেনা জোনের অভিযানে সাজেক ইউনিয়নের কিয়াংঘাট এলাকা থেকে ভারতীয় সিগারেট জব্দ করা হয়েছে।

বুধবার অভিযানে দুই শত কার্টুন অবৈধ ভারতীয় প্যাট্রন ব্যান্ডের সিগারেট জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় সাড়ে তিন লক্ষ টাকা।

জানা যায়, বাঘাইহাট সেনা জোনের আওতাধীন এলাকা দিয়ে খাগড়াছড়িতে পাচারের সময় গোপন সংবাদের ভিত্তিতে সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. আ. মবিনের নের্তৃত্বে অভিযান পরিচালনায় অবৈধ দুই শত কার্টুন সিগারেট জব্দ করা হয়। এ সময় সেনাবাহিনীর উপস্থিতি বুঝতে পেরে পাচারকারীরা পালিয়ে যায়।

বাঘাইহাট সেনা জোন অধিনায়ক লে. কর্ণেল মো. খায়রুল আমিন (পিএসসি) অভিযানে অবৈধভাবে পাচার হওয়া সিগারেট জব্দের বিষয়টি নিশ্চিত করেছেন।

সর্বাধিক পঠিত