রবিবার, সেপ্টেম্বর ২৮, ২০২৫

সাপে কাটার পর ওঝার ভুল চিকিৎসা : পেকুয়া হাসপাতালে যুবক বাঁচলেন এন্টিভেনমে

এস এম জুবাইদ, পেকুয়া 
পেকুয়ায় সাপে কাটা রোগীকে ওঝার ভূল চিকিৎসার পর হাসপাতালে এনে এন্টিভেনমে প্রয়োগে প্রাণে বাঁচলো আলী হোছাইনের (২৫)।
২১ জুন শনিবার সন্ধ্যা ৬ টায় বিলে মাছ ধরতে গিয়ে সাপে কামড় দেওয়ার ঘটনা ঘটে টৈটং ইউনিয়নের শেয়ার আলী মাষ্টার পাড়া এলাকায়। সে ওই এলাকার নুরুল হোছাইনের পুত্র।
আহত আলী হোছাইন জানান, সাপে কামড়ানোর পর স্থানীয় এক ওঝার কাছে নিয়ে যায় আমাকে। সে কাটাছিড়া করার পর কতগুলো তেল ও মুড়ি খেতে বলছে এবং বাজার থেকে কিছু ওষুধ খেতে বলে। পরে অবস্থার উন্নতি না হওয়ায় ১২.৪৫ মিনিটে
পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ভর্তি হওয়ার পর এন্টিভেনম প্রয়োগ করে। এখন সুস্থ।
এ বিষয়ে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প: প: কর্মকর্তা ডা: মজিবুর রহমান জানান, সাপে কাটা এক রোগী চিকিৎসার সত্যতা নিশ্চিত করে বলেন রোগীটা এখন সুস্থ। তিনি বলেন আমাদেরকে ও এলাকার লোকজন কে সচেতন হতে হবে। সাপে কাটা হলে দ্রুত হাসপাতালে না এসে ওঝার কাছে গিয়ে ভুল চিকিৎসায় অনেকের প্রাণহানি হচ্ছে। ওঝার কাছে না গিয়ে হাসপাতালে আসলে জীবন বাঁচা সম্ভব এন্টিভেনম প্রয়োগে।

সর্বাধিক পঠিত