
মোঃআইয়ুব চৌধুরী, রাজস্থলী (রাঙামাটি)
রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গলহালিয়া ইউনিয়নের ডাকবাংলা পুলিশ ক্যম্প সংলগ্ন
চট্র-মেট্রো মোটর সাইকেল গ্যারেজের সামনে
অটোরিকশা-বাস মুখোমুখি সংঘর্ষ হয়।
২৯নভেম্বর সকাল ১১:৪৫ ঘটিকায় চন্দ্রঘোনা থেকে ছেড়ে আসা আরমান পর্যটন পরিবহন(প্রাঃ)লিঃ ঢাকা মেট্রো ব-১৫-৫০০৬ নম্বরের গাড়িটি বান্দারবান থেকে আসা একটি অটোরিকশার সাথে চট্র-মেট্রো গ্যারেজের সামনে স্থানীয়দের তথ্য মতে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষের ঘটনাটি ঘটে।
এতে ঘটনা স্থলে বান্দারবান সদর উপজেলার খোয়াইংগু পাড়ার ক্যচিংনু মারমার মেয়ে পাইমে মারমা (৪০)নামে এক মহিলার মৃত্যু হয়।গাড়িতে থাকা আরও চার জন যাত্রীকে আহত অবস্থায় চিকিৎসার জন্য স্থানীয় জনগণের সাহায্যে হাসপাতালে নিয়ে যায় পুলিশ।
নিহত পাইমে মারমা (৪০) বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় রাঙ্গামাটি কলেজ এর ছাত্রী, রাঙ্গামাটিতে পরিক্ষা দেওয়ার জন্য যাচ্ছে এমনটা জানা যায়।
অটোরিকশার ড্রাইভার পালিয়ে যান বলে জানা যায় ঘটনা স্থলে থাকা প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে।
এ বিষয়ে চন্দ্রঘোনা থানার ওসি সাহজাহান কামাল ঘটনার সত্যাতা নিশ্চিত করেন এবং ঘটনাস্থল থেকেই বাসের ড্রাইভার ও হেলপারকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।