শনিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৫

অতীতের অন্ধকার পেরিয়ে: ইতিহাস বিভাগে অনুষ্ঠিত হলো প্রথম প্রত্যক্ষ ভোটের সিআর নির্বাচন

চবি প্রতিনিধি – মেহেদী হাসান ইমন

গত কাল ২৯/১০/২৪ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ইতিহাস বিভাগের মাস্টার্স (এ-গ্রুপের) শিক্ষার্থীদের সম্মতিক্রমে ডিপার্ট্মেন্টের চেয়ারম্যান অধ্যাপক ড. শামীমা হায়দার এবং সহকারী অধ্যাপক ফারহানা আজিজের উপস্থিতিতে নির্বাচন অনুষ্ঠিত হয়।

সুষ্ঠু ও সুন্দর একটি নির্বাচন উপহার দেওয়ার লক্ষ্যে নোমান কবির রাহাত কে প্রধান নির্বাচন কমিশনার এবং নুসরাত জাহান নাহার ও মোঃ জিলানীকে সহকারী নির্বাচন কমিশনার করে তিন সদস্য বিশিষ্ট একটি নির্বাচন কমিশন গঠিত হয়।

নির্বাচন শেষে ড. শামীমা হায়দার ফলাফল ঘোষণা করেন। এতে ছেলেদের মধ্য থেকে নিকটতম প্রতিদ্বন্দ্বী রবিউল আলম ফাহিমকে (১৪ ভোট) হারিয়ে রাকিবুল হাসান তালুকদার (৪০ ভোট) বিজয়ী হয়।

এতে ছেলেদের মধ্যে প্রতিদ্বন্দ্বী ফাহিমকে হারিয়ে সিআর নির্বাচিত হয়েছেন রাকিবুল হাসান তালুকদার (১৯১০৩০৫৯)

মেয়েদের মধ্যে নিকটতম প্রতিদ্বন্দ্বী তন্ময় ইয়াসমিনকে হারিয়ে সিআর নির্বাচিত হয়েছেন সাদিয়া ইসলাম নিথি(১৯১০৩০৫৬)

অধ্যাপক ড. শামীমা হায়দার তাঁর বক্তৃতায় বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ার নিজেদের পছন্দের দায়িত্বশীল শ্রেণি প্রতিনিধি বেছে নেওয়ার ব্যাপারটা দারুণ। সবার অংশগ্রহণে এই ধারা অব্যাহত থাকুক।

বিজয়ী রাকিবুল হাসান তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, এটি আমাদের প্রত্যাশিত একটি সিআর নির্বাচন। যেটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে লেজুড়বৃত্তিক ছাত্র রাজনীতির ঔদ্ধত্যপূর্ণ আচরণের কারণে বিগত বছর গুলোতে বাস্তবায়ন করা সম্ভব হয় নি। শহীদ ফরহাদ – তরুয়াদের জীবনের বিনিময়ে একটি অংশগ্রহণমূলক সুষ্ঠু পরিবেশে সিআর নির্বচন করতে পেরে এবং বিজয়ী হতে পেরে আনন্দিত এবং কৃতজ্ঞ।

নির্বাচন কমিশনার নোমান কবির রাহাত বলেন, আমরা চেষ্টা করেছি প্রত্যক্ষ ভোটে একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার। এতে সবার আন্তরিক প্রচেষ্টা ছিলো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।

এছাড়াও ভোটারগণের মধ্যে মো: মোশারফ হোসাইন তার নির্বাচন সংক্রান্ত অনুভূতি শেয়ার করতে গিয়ে বলেন,আজকের এ নির্বাচন ছিলো বেশ আনন্দঘন। কেননা বিশ্ববিদ্যালয়ের শেষ সময়ে এসে আমরা প্রথমবার সরাসরি ভোট প্রদান করে শ্রেণি প্রতিনিধি নির্বাচন করেছি।

মাস্টার্স ব্যাচের এ ধারা অব্যাহত থাকবে এবং নবনির্বাচিত সিআর’গন সঠিকভাবে তাদের দায়িত্বশীলতা প্রদর্শন করবে।

সর্বাধিক পঠিত