প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৩:২৮ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৬, ২০২৫, ১০:১৮ পূর্বাহ্ণ
অবিলম্বে মহাগ্রন্থ আল কুরআন অবমাননাকারীর বিচার করতে হবে। হাটহাজারী ওলামা পরিষদ
মোঃ উসমান গনি, হাটহাজারী
নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব রাদের কোরআন অবমাননার ঘটনার তীব্র নিন্দা এবং অবিলম্বে তার দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছেন চট্টগ্রামের আলেমদের প্রতিনিধিত্বকারী সংগঠন হাটহাজারী ওলামা পরিষদ। আজ সংবাদমাধ্যমে পাঠানো বিবৃতিতে হাটহাজারী ওলামা পরিষদের সভাপতি ও হাটহাজারী মাদরাসার সিনিয়র মুফতী ও মুহাদ্দিস মুবাল্লিগে ইসলাম আল্লামা মুফতী জসিম উদ্দিন ও সাধারণ সম্পাদক শায়খুল হাদীস মাওলানা জাফর আহমদ বলেন,নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব রাদের কোরআন অবমাননার জঘন্য দৃশ্য দেশের কোটি কোটি ধর্মপ্রাণ মুসলিম জনতার হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছে।
ওই শিক্ষার্থী নিজেই তার ফেসবুক প্রোফাইলে কোরআন অবমাননার ভিডিওচিত্র প্রচার করে আরো বড় অপরাধ করেছেন। এতে বোঝা যায়, এ কাজ তিনি সজ্ঞানে করেছেন। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই এবং তার দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিতের দাবি করছি এবং দেশে যাতে এধরণের ঘটনার পুনারাবৃত্তি না ঘটে সেজন্য দেশে ব্লাসফেমি আইন জারির জোর দাবী জানাচ্ছি।
তারা আরও বলেন, আবহমানকাল ধরে মুসলিমসহ অন্য ধর্মাবলম্বীদের শান্তিপূর্ণ সহাবস্থানের কারণে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ হয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র লিপ্ত হয়।যদি এটি বিদেশি আগ্রাসী শক্তির ষড়যন্ত্র অথবা পতিত ফ্যসিস্টদের দেশকে অস্থিতিশীল করার নীল নকশা হয়ে থাকে,তবে তৌহিদী জনতাকে সাথে নিয়ে তাদের যেকোন ষড়যন্ত্র রুখে দিতে আমরা প্রস্তুত আছি,ইনশাআল্লাহ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত