সোমবার, ডিসেম্বর ১, ২০২৫

আনোয়ারায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আনোয়ারায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারায় নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২রা ডিসেম্বর) বিকাল সাড়ে তিনটায় উপজেলা সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) হুছাইন মুহাম্মদ। সাংবাদিকদের মধ্যে এম. আনোয়ারুল হক, এম নুরুল ইসলাম, জাহেদুল হক, মোরশেদুল আলম, খালেদ মনছুর, জাহাঙ্গীর আলম, ইমরান হোসাইন, হিজবুল্লাহ সোহেল, মহিউদ্দিন মনজুর, নীল জামশেদ, মো. আরাফাত, আতিকুল হা-মীমসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার বলেন, আনোয়ারা’র জনগণের কল্যাণে সরকারি নিয়মনীতি অনুযায়ী কাজ করে যেতে চাই। এজন্য সাংবাদিকদের সহযোগিতা প্রত্যাশা করছি।

সর্বাধিক পঠিত