শুক্রবার, সেপ্টেম্বর ২৬, ২০২৫

আনোয়ারার ২ইউনিয়নে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১লক্ষ টাকা জরিমানা

আনোয়ারা প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বরুমছড়া ও জুঁইদন্ডী ইউনিয়নে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে মোহাম্মদ আবছার ও আবদুল কুদ্দুস নামের দুই ব্যক্তিকে এক লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১০ই ডিসেম্বর) সহকারী কমিশনার(ভূমি) হুছাইন মুহাম্মদের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উক্ত মোবাইল কোর্ট পরিচালনায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হুছাইন মুহাম্মদ বলেন, বালু উত্তোলন ও সংরক্ষণ এর দায়ে বালু মহাল এবং মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘনের দায়ে ৫০হাজার টাকা করে ১লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। তিনি আরো বলেন, শুষ্ক মৌসুমে মাটি কাটা, বালু উত্তোলন বেশি হয়। সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বাধিক পঠিত