শনিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৫

আন্তর্জাতিক সম্মেলনের শেষ দিনে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে বিদেশি প্রতিনিধিরা

রিদুয়ানুল হক সোহাগ, উখিয়া
কক্সবাজারে আন্তর্জাতিক সম্মেলনের শেষ দিনে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছে বিদেশি প্রতিনিধি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা।
মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে দুইটি দলে ভাগ হয়ে গাড়ি বহর নিয়ে রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান প্রতিনিধি দল।
বিদেশি প্রতিনিধি দল রোহিঙ্গা ক্যাম্প-৪ বিশ্ব খাদ্য সংস্থার (ডব্লিউএফপি) একটি ই-ভাউচার আউটলেট পরিদর্শন করেন। সেখানে রোহিঙ্গাদের খাদ্য ব্যবস্থাপনা কার্যক্রম ঘুরে দেখেন এবং বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তারা।
পরে রোহিঙ্গা ক্যাম্প-৪ এর একটি ট্রেনিং সেন্টারে যান। সেখানে রোহিঙ্গা নারীদের হস্তশিল্প প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনের সময় রোহিঙ্গা নারীদের সাথেও দীর্ঘক্ষন কথা বলেন দেশী বিদেশি প্রতিনিধিরা। এরপর বালুখালী ফ্রেন্ডশীপ হাসপাতালে যান। সেখানে রোহিঙ্গাদের চিকিৎসা কার্যক্রম পরিদর্শন করেন বিদেশি প্রতিনিধি দল ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। দুপুরে পরিদর্শন শেষ ক্যাম্প এলাকা ছাড়েন তারা।
পরিদর্শন কালে রোহিঙ্গা ইস্যুতে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে আসা ৪০ দেশের প্রতিনিধি, রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক দূত ও জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রতিনিধি, প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার,আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) জেনারেল সেক্রেটারি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোঃ রাশেদ খান সহ বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা।
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদা বলেন, রোহিঙ্গা পপুলেশন জন্মহারের কারণে বাড়ছে এবং এ সংখ্যাটা বাড়ছে। যেখানে আপনার খাদ্য সহায়তা কমছে, সেটা আসলে দু দিক থেকেই বিপর্যকর একটি সিটুয়েশন, সরকার আশংকা করছে এ সহায়তা কমে যেতে পারে।
তিনি আরও বলেন, ” প্রতিনিধিরা মূলত এখানে দেখছেন, রোহিঙ্গাদের জন্য যে খাদ্য সহায়তা সেটা প্রতিদিন কমে আসছে এবং ডব্লিএফপি তাঁদেরকে জানিয়েছে এ নতুন করে যদি সহায়তা না আসে তাহলে নভেম্বরের পরে হয়তো তাঁদেরকে খাদ্য সহায়তা দেওয়া সম্ভব হবেনা। আর খাদ্য সহায়তা বন্ধ হলে এখানে নানা ধরণের বিশৃঙ্খলা তৈরি হতে পারে প্রতিনিধি দল মূলত সেটিই দেখতে এসেছেন”
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে রোববার থেকে কক্সবাজারে তিন দিনের আন্তর্জাতিক সম্মেলন ‘স্টেকহোল্ডার্স’ ডায়ালগ: টেকঅ্যাওয়ে টু দ্য হাই-লেভেল কনফারেন্স অন দ্য রোহিঙ্গা সিচুয়েশন’ শুরু হয়। মঙ্গলবার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের মধ্যে দিয়ে শেষ হয় এই সম্মেলন।

সর্বাধিক পঠিত