সোমবার, ডিসেম্বর ১, ২০২৫

আবরার ফাহাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে কক্সবাজারে আলোচনা সভা ও প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনী

চিটাগং ট্রিবিউন ডেস্ক
বাংলাদেশের আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের প্রতীক শহীদ আবরার ফাহাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে কক্সবাজার এক আলোচনা সভা ও প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় পাবলিক লাইব্রেরি মাঠে জেলা প্রশাসন কক্সবাজারের সহযোগিতায় জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে এই আয়োজনে প্রদর্শিত হয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় নির্মিত প্রামাণ্যচিত্র “ইউ ফেইলড টু কিল আবরার ফাহাদ”।
আলোচনা সভায় বক্তারা আবরার ফাহাদের নির্মম হত্যাকাণ্ডের নিন্দা জানান এবং দেশের স্বাধীন মতপ্রকাশের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানটির শুরুতে আবৃত্তিশিল্পী সানাউল হকের সঞ্চালনায় বক্তব্য দেন জেলা কালচারাল অফিসার সৈয়দ আয়াজ মাবুদ।
তিনি বলেন, “এদেশের মানুষের মত প্রকাশের স্বাধীনতা যুগে যুগে বাধার সম্মুখীন হয়েছে। আবরার ফাহাদ তার জ্বলন্ত উদাহরণ। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে পোস্ট দেওয়ায় তাকে হত্যা করা হয়েছে। এই নির্মমতার বিচার আজও হয়নি। আমরা এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি।”
এছাড়াও আলোচনায় অংশগ্রহণ করেন চিত্রশিল্পী অরণ্য শর্মা, কক্সবাজার উদীচীর সাধারণ সম্পাদক সৌরভ দেব, নাট্য নির্দেশক ইমরান হোসেনসহ আরও অনেকে।
প্রামাণ্যচিত্রটিতে আবরার ফাহাদের জীবনের বিভিন্ন দিক, তার পরিবার, বন্ধু ও শুভানুধ্যায়ীদের স্মৃতিচারণ এবং তার স্বপ্ন ও আদর্শ তুলে ধরা হয়। চলচ্চিত্রের বর্ণনা ও চিত্রায়নে তুলে ধরা হয় ২০১৯ সালের ৭ অক্টোবর রাতে বুয়েটের ছাত্রাবাসে সংঘটিত সেই হৃদয়বিদারক হত্যাকাণ্ড, যেখানে ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠন ছাত্রলীগের কিছু সদস্য নির্মমভাবে আবরারকে পিটিয়ে হত্যা করে।
অনুষ্ঠানে অনেক দর্শক উপস্থিত ছিলেন, যারা চলচ্চিত্র প্রদর্শনী চলাকালে আবেগাপ্লুত হয়ে পড়েন। অনেকেই এই হত্যাকাণ্ডের বিচার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার দাবিতে ঐক্যবদ্ধ হওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন

সর্বাধিক পঠিত