শুক্রবার, সেপ্টেম্বর ২৬, ২০২৫

আরেকটিবার লিওনেল মেসি

রাজিন সালেহ

২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের চিলি ও কলম্বিয়ার বিপক্ষে জুনের দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ সামনে রেখে ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরেছেন অধিনায়ক লিওনেল মেসি। ইনজুরির কারণে মার্চে ব্রাজিল ও উরুগুয়ের বিপক্ষে মাঠে নামতে না পারলেও এবার পুরোপুরি ফিট হয়ে স্কোয়াডে জায়গা করে নিয়েছেন এই তারকা।

বাংলাদেশ সময় আগামী ৬ জুন সকাল ৭টায় চিলির বিপক্ষে ও ১১ জুন সকাল ৬টায় কলম্বিয়ার বিপক্ষে খেলবে আলবিসেলেস্তেরা। দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে প্রতিপক্ষের মাঠে।

মেসির ফেরার পাশাপাশি দলে ফিরেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের তরুণ ফরোয়ার্ড অ্যালেহান্দ্রো গার্নাচো ও রেসিং স্ট্রাসবার্গের লেফট-ব্যাক ভ্যালেন্টিন বার্কো। এ ছাড়াও প্রথমবারের মতো জাতীয় দলের ডাকে সাড়া দিতে যাচ্ছেন কোমো ক্লাবের উদীয়মান মিডফিল্ডার নিকো পাজ।

ফরোয়ার্ড লাইনে মেসি, গার্নাচো ও পাজ ছাড়াও আছেন হুলিয়ান আলভারেজ, লওতারো মার্টিনেজ, নিকোলাস গঞ্জালেস, অ্যাঞ্জেল কোরেইরা, হুলিয়ানো সিমিওনে এবং ল্যাজিওর ভ্যালেন্টিন কাস্তেলানোস।

মাঝমাঠে অভিজ্ঞতার সঙ্গে তারুণ্যের মিশেলে স্কালোনি রেখেছেন আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, লিয়ান্দ্রো পারেদেস, এনজো ফার্নান্দেজ, রদ্রিগো ডি পল, জিওভানি লো চেলসো, এক্সিকুয়েল প্যালাসিওস, থিয়াগো আলমাদা ও নিকোলাস ডমিঙ্গুয়েজকে।

রক্ষণভাগ সামলাবেন ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্ডি, ফাকুন্দো মেডিনা, নাহুয়েল মলিনা, হুয়ান ফয়েথ, লিওনার্দো বালের্দি, নিকোলাস ত্যাগলিয়াফিকো ও ভ্যালেন্টিন বার্কো।

গোলবারে আছেন অভিজ্ঞ এমিলিয়ানো মার্তিনেজ। তার সঙ্গে আছেন জেরোনিমো রুল্লি ও ওয়াল্টার বেনিতেজ।

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে এখন পর্যন্ত চমৎকার ছন্দে আছে স্কালোনির দল। কোচের আশা, মেসির ফেরাটা দলকে আরও আত্মবিশ্বাসী করে তুলবে এবং এই দুই ম্যাচ থেকে পূর্ণ ৬ পয়েন্ট নিয়েই পথচলা অব্যাহত থাকবে।

সর্বাধিক পঠিত