প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৭, ২০২৫, ৮:১৯ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৫, ২০২৫, ১০:২০ অপরাহ্ণ
আলোকচিত্রীদের নাম ও স্বীকৃতি ছাড়াই ‘জুলাই ফটো এক্সিবিশন’, ক্ষুব্ধ কক্সবাজারের ফটোগ্রাফাররা
বার্তা পরিবেশক
কক্সবাজার জেলা প্রশাসনের আয়োজিত “জুলাই ফটো এক্সিবিশন”-এ ছবি প্রদর্শিত হলেও আলোকচিত্রীদের নাম ও ক্যাপশন সরিয়ে ফেলার অভিযোগ উঠেছে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন কক্সবাজারের একদল স্বতঃস্ফূর্ত আলোকচিত্রী, যারা জীবনের ঝুঁকি নিয়ে মাঠ থেকে ছবি তুলে জমা দিয়েছিলেন প্রদর্শনীর জন্য।
আয়োজকদের ঘোষণায় উল্লেখ ছিল, প্রদর্শনীর জন্য জমা দেওয়া ছবিগুলো JPEG/JPG/PNG ফরম্যাটে হতে হবে এবং অবশ্যই ছবির সঙ্গে ক্যাপশন ও আলোকচিত্রীর নাম সংযুক্ত থাকতে হবে। সেই অনুযায়ী অংশগ্রহণকারীরা ছবি জমা দিলেও প্রদর্শনীতে অনেক ছবিই প্রদর্শিত হয় নাম ও ক্যাপশন ছাড়া।
এক বিবৃতিতে ফটোগ্রাফাররা বলেন, “আমরা আমাদের পরিশ্রমের স্বীকৃতি তো দূরে থাক, নিজের নামটিও প্রদর্শনীতে খুঁজে পাইনি। একজন আলোকচিত্রীর পরিচয় তার তোলা ছবির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত সেটিকে বাদ দেওয়া সরাসরি অবমূল্যায়ন।”
আলোকচিত্রীরা আরও জানান, এক্সিবিশনে ছবি জমা দেওয়ার সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে বিষয়বস্তু, ফরম্যাট ও পরিচয়ের ব্যাপারে নির্দিষ্ট নির্দেশনা ছিল। তবুও ছবি প্রদর্শনের সময় সেটি মানা হয়নি।
তারা দাবি জানিয়েছেন -১. প্রতিটি ছবির সঙ্গে যথাযথভাবে আলোকচিত্রীর নাম ও ক্যাপশন যুক্ত করতে হবে।
২. ভবিষ্যতে এ ধরনের আয়োজনে অংশগ্রহণকারীদের সম্মান ও স্বত্ব সংরক্ষণ নিশ্চিত করতে হবে।
৩. ছবি নির্বাচনের প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে হবে।
এ বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত