প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৬, ২০২৫, ৫:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২, ২০২৫, ১১:১৫ অপরাহ্ণ
ইবিতে স্মার্ট আইডি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন
ইবি প্রতিনিধি
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) স্মার্ট আইডি কার্ড উদ্বোধন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে রেডিও ফ্রিকোয়েন্সী আইডেন্টিফিকেশন (আরএফআইডি) প্রযুক্তি ব্যবহার হয়েছে।
বুধবার (২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের তৃতীয় তলায় আনুষ্ঠানিকভাবে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ৫০ জন শিক্ষার্থীদের এই স্মার্ট আইডি কার্ড প্রদান করা হয়। তবে আগামী ১৫ দিনের মধ্যে অবশিষ্ট শিক্ষার্থীদের হাতে স্মার্ট কার্ড তুলে দেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।
এসময় উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম ও আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. শাহজাহান আলী সহ শিক্ষক শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ।
এসময় আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মো. শাহজাহান আলী বলেন, ‘উদ্যোগ নেওয়ার পর থেকে
বারবার চেকিং করে আমরা যা দেখেছি তা নিয়ে আমরা সন্তুষ্ট। আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় আধুনিক করার লক্ষ্যে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ৫০ জন শিক্ষার্থীদের প্রদান করা হয়। স্মার্ট আরএফআইডি কার্ডের মাধ্যমে শিক্ষার্থীদের বিভিন্ন একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম আরও সহজ ও আধুনিক হবে। একটি কার্ড দিয়েই তারা সব ধরণের সেবা গ্রহণ করতে পারবে।'
এসময় উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ‘আজকে ইসলামী বিশ্ববিদ্যালয়কে ‘হিস্টোরি ম্যাকিং ডে’ হিসেবে চিরদিন মনে রাখা হবে। কোনো শিক্ষার্থী না পড়ে স্মার্ট হতে পারে না। পড়াশশোনা ছাড়া শুধু কার্ড নিয়ে স্মার্ট হওয়াটা আমরা চাই না। ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যেন আধুনিক বিশ্বের সাথে নিজেকে তাল মিলিয়ে চলতে পারে সেজন্য আমরা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করে যাব। আজকে থেকে স্মার্ট কার্ড প্রদানের মাধ্যমে আমরা নতুন জার্নি শুরু করছি।’
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত