
ইবি প্রতিনিধি
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের স্মার্ট আইডি কার্ড প্রদানের জন্য সংশ্লিষ্ট শিক্ষার্থীদের কাছ থেকে গুগল ফর্মে তথ্য চেয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে ‘কুষ্টিয়া’ নাম-সহ ডজনখানেক ভুল বানানে দেয়া হয় নোটিশ। এছাড়া তথ্য সংগ্রহের জন্য দেওয়া গুগল ফর্মও কাজ করছে না বলে জানা যায়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত ২৪ মে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের স্মার্ট আইডি কার্ড প্রদানের জন্য তথ্য চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তথ্য দেওয়ার জন্য বিজ্ঞপ্তিতে একটি গুগল ফর্মের লিংক যুক্ত করে দেয়া হয়। যাতে আগামী ২৮ মে তারিখের মাঝে তথ্য প্রদান করতে বলা হয়েছে। তবে কার্ডের জন্য নির্ধারিত সকল কাজ সম্পন্ন করার পরে লিংকে গিয়ে আবদনের সময় ভোগান্তিতে পড়েন শিক্ষার্থীরা। আবেদনের জন্য দেয়া লিংকটি কাজ করছে না বলে জানান তারা। এতে ভোগান্তিতে পড়েছেন ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা।
এদিকে অতিরিক্ত ভুল বানানে প্রচার করা নোটিশ শিক্ষার্থীদের চোখে পড়ে। বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজম্যান্ট বিভাগের শিক্ষার্থী আশরাফুল ইসলাম ডজনখানেক ভুল ধরিয়ে দিয়ে সমালোচনা করেন। তিনি লিখেন, ‘কুষ্টিয়া’ থেকে কুষ্টিয়াই বানান ভুল। নোটিশে দেখা যায়, “এতদ্বারা > এতদ্দ্বারা, আই ডি > আইডি, রেজিস্ট্রার (ভারঃ) > রেজিস্ট্রার (ভার.), চলাকালীন সময়ের মধ্যে > চলাকালের মধ্যে অথবা শুধু সময়ের মধ্যে, (তিন) এ > (তিন)-এ, তারিখঃ > তারিখ:, স্বারকঃ > স্বারক:, প্রেরিত হলোঃ > প্রেরিত হলো: ও ওয়েব সাইটে > ওয়েবসাইটে” ইত্যাদি।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও উপ-রেজিস্ট্রার স্বাক্ষরিত ভুল বানানের নোটিশটি দেওয়া হয়েছে।
ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী তানভীর গুগল ফর্মে ঢুকতে না পেরে ফেসবুক স্টাটাসে লিখেন, প্রকল্পের শুরুতে স্মার্ট কার্ডের জন্য কর্তৃপক্ষ ২০২৩-২৪ শিক্ষাবর্ষের সকল শিক্ষার্থীর থেকে ব্যক্তিগত তথ্য চেয়ে নোটিশ দিয়েছিল। হতাশাজনকভাবে বিশ্ববিদ্যালয়ের একটা নিজস্ব ওয়েবসাইট থাকা সত্ত্বেও তথ্য চাওয়া হয় সাধারণ গুগল ফর্মের মাধ্যমে। সেই গুগল ফর্ম আবার দুইদিন পরে আজ দেখা যায় যে গুগলের Terms & Conditions না মানাতে Violation খেয়ে বসে আছে।
বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. শাহজাহান আলী বলেন, ‘আমাদের নজরে এসেছে। একসাথে অনেকজন শিক্ষার্থী আবেদন করায় এমন দেখাচ্ছিল। নতুন করে আবার দেয়া হচ্ছে।’