শনিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৫

ইবির আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের নাম পরিবর্তন

ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের নাম পরিবর্তন করে ‌‘আল-ফিকহ অ্যান্ড ল’ নামকরণ করা হয়েছে। একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের প্রস্তাব অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সোমবার (৩০ জুন) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক সই করা এক অফিস আদেশে এ তথ্য জানা যায়। সিন্ডিকেটের তারিখ অর্থাৎ ৩১ এপ্রিল থেকে যাদের ডিগ্রি এওয়ার্ড হবে তাদের থেকে কার্যকর হবে বলে জানা গেছে।
এতে বলা হয়, গত ২৬ মে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ১৩০তম সভার প্রস্তাব ও সিদ্ধান্ত অনুমোদন অনুযায়ী আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের নাম পরিবর্তন করে আল-ফিকহ অ্যান্ড ল (Department of Al-Fiqh and Law/قسم الفقه والقانون) করা হলো।

সর্বাধিক পঠিত