ইবির সাবেক শিক্ষার্থী ড. জিল্লুর রহমানের ইন্তেকালে ছাত্র মজলিসের শোক

ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্র, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ও ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. জিল্লুর রহমানের ইন্তেকালে শোক প্রকাশ করেছে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা।
মঙ্গলবার (৩ জুন)
এক যৌথ বিবৃতিতে সংগঠনটির সভাপতি সাদেক আহমেদ ও সাধারণ সম্পাদক জুনায়েদ আহমদ এ শোক প্রকাশ করেন।
যৌথ বিবৃতিতে তারা বলেন, তিনি ছিলেন একজন আদর্শ শিক্ষক, সত্যনিষ্ঠ গবেষক ও প্রজ্ঞাবান ব্যক্তিত্ব। ইসলামী বিশ্ববিদ্যালয়ে তাঁর ছাত্রজীবন ছিল চৌকস ও আদর্শময়, এবং শিক্ষকজীবনেও তিনি নিজেকে উচ্চ মানবিক গুণাবলির অধিকারী একজন পথপ্রদর্শক হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন।
বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা অধ্যাপক ড. জিল্লুর রহমানের ইন্তেকালে গভীরভাবে শোকাহত। আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তাঁর রুহের মাগফিরাত কামনা করছি এবং দোয়া করি, আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন।
আমরা তাঁর শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী ও ছাত্র-ছাত্রীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আল্লাহ সবাইকে ধৈর্য ধারণের তাওফিক দিন।
উল্লেখ্য, অধ্যাপক ড. মো. জিল্লুর রহমান দূরারোগ্য ফুসফুস ক্যান্সারে ভুগে মঙ্গলবার ভোর ৫টা ৫ মিনিটে ঢাকার ইবনে সিনা হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (ICU) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মরহুমের প্রথম জানাজা ঢাকার ধানমন্ডি ঈদগাহ মসজিদে বেলা ১১টায় এবং দ্বিতীয় জানাজা তাঁর গ্রামের বাড়ি ঝিনাইদহের হরিণাকুন্ডুর ভায়না গ্রামে বিকাল ৪:৩০ মিনিটে অনুষ্ঠিত হয়।