শুক্রবার, সেপ্টেম্বর ২৬, ২০২৫

ইসকন নিষিদ্ধের দাবি জানালেন সারজিস আলম

চট্টগ্রাম | বুধবার, ২৭ নভেম্বর ২০২৪

আইনজীবী সাইফুল ইসলাম আলিফের জানাজা শেষে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম।

চট্টগ্রামের জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে বুধবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম। তিনি অভিযোগ করেন, বিগত ১৬ বছরে ইসকন বাংলাদেশে বিভিন্ন উগ্রপন্থী কার্যকলাপে জড়িত থেকেছে এবং সরকার তাদের কার্যক্রমে সহায়তা দিয়েছে।

তিনি বলেন, “যখন দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা ছিল, তখন মাদ্রাসার ছাত্ররা মন্দিরে গিয়ে পাহারা দিয়েছে। অথচ এই সহানুভূতিকে ইসকন অপব্যবহার করেছে। আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই—উগ্রপন্থীদের বিরুদ্ধে ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি এবং পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধভাবে দাঁড়াবে।”

সারজিস আরও বলেন, “ইসকনের সন্ত্রাসীরা যেসব অপরাধ করেছে, তা এতদিন ফ্যাসিস্ট আওয়ামী লীগ আড়াল করেছে। কিন্তু তাদের আসল চেহারা এখন প্রকাশিত হয়েছে। আমরা দেখেছি, কীভাবে তারা সহিংসতায় লিপ্ত হয়েছে এবং মানুষ হত্যা করেছে।”

ইসকন নেতার কারাবাস

ইসকন পরিচালিত চট্টগ্রামের পুণ্ডরীক ধামের অধ্যক্ষ ও সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে রাষ্ট্রদ্রোহ মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে চট্টগ্রাম হাকিম আদালত।

মঙ্গলবার জামিন নামঞ্জুরের পর আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করে সনাতনী সম্প্রদায়ের নেতাকর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে।

বিক্ষোভ ও হত্যাকাণ্ড

বিক্ষোভের সময় আদালত সড়কের বেশ কয়েকটি মোটরসাইকেল ও যানবাহন ভাঙচুর করা হয়। এক পর্যায়ে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে রঙ্গম কনভেনশন হলের কাছে হত্যা করা হয়।

জানাজার পর চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “সন্ত্রাসীর কোনো ধর্ম, বর্ণ বা দল নেই। আইনশৃঙ্খলা বাহিনীকে সন্ত্রাসীদের গ্রেপ্তার করে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।”

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি নাজিম উদ্দিন চৌধুরী বলেন, “আদালত প্রাঙ্গণে এত বড় ঘটনা ঘটলেও পুলিশ নিরব ছিল। আমরা এর ন্যায়বিচার চাই এবং অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তি দাবি করছি।”

শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, “আমরা সন্ত্রাসমুক্ত, নিরাপদ এবং শান্তিপূর্ণ চট্টগ্রাম চাই। ধর্মীয় উগ্রপন্থা ও সহিংসতার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।”

টাইগারপাস মোড়ে ‘শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের স্মরণে শোক ও সম্প্রীতি সমাবেশ’ অনুষ্ঠিত হয়। সেখানে ছাত্র আন্দোলনের নেতারা সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সর্বাধিক পঠিত