বশিরুজ্জামান, ঈদগাঁও
ঈদগাঁওতে প্রশাসনের সহযোগিতায় বনবিভাগ কতৃক অভিযান চালিয়ে বৈধ কাগজপত্র না থাকায় ফকিরা বাজারস্থ করাতকল (বাবুল সমিল) উচ্ছেদ করা হয়েছে।
বোধবার ২১ মে উপজেলা নির্বাহী অফিসার বিমল চাকমার সহযোগিতায় ঈদগাঁও রেঞ্জ অফিসার মো: উজ্জল হোসাইনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় একটি স্যালো মেসিং, স-টেবিল, ব্লেড ও আনুমানিক ২৫ ঘনফুট কাঠ জব্দ করা হয়।
অভিযান পরিচালনা কারী ঈদগাঁও রেঞ্জ অফিসার মো: উজ্জল হোসাইন প্রতিবেদকে জানান, বনবিভাগের সম্পদ সুরক্ষায় আমাদের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফুলছড়ি রেঞ্জ অফিসার মো: রাশিক আহসান, ঈদগাঁও ও মেহেরঘোনা রেঞ্জের স্টাফবৃন্দ।